পোস্টগুলি

মার্চ, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

7. A story of Eternal Love -বন ও বিতান

ছবি
  বন ও বিতান আবহমান কাল জুড়ে  ভাঙ্গা আর গড়ার  খেলা   প্রকৃতির সংসারের এক অপরিবর্তনীয় ব্যতিক্রমের  উজ্জ্বলতম নিদর্শন। কোন এক অতলান্তে  প্রকৃতি  শুরু করে ছিল  তার এই পরিক্রমা  তা  বিশ্ব  সংসারের বহু পরিবর্তনের মধ্যে সে একই গতিতে প্রবাহমান। প্রাণী  জগতেও  হয়নি তার  এ নিয়মের  ব্যত্যায়। এই বর্ণময় জগতে একদিন  বীজ থেকে অঙ্কুরিত প্রাণ  আলো , বাতাস, জলের সংস্পর্শে এসে  সে আকাশপানে চেয়ে শির উঁচু করে বিশ্বের  কাছে জাহির করে তার অস্তিত্বকে। একে একে   আসে  ঋতুরা,  চলে যাওয়া শূন্যতাকে  নতুনের  আগমনে তাকে ভরিয়ে তোলে,   বিরামহীন ভাবে চলে তার আসা-যাওয়া।  প্রকৃতির স্বাভাবিক নিয়মের  মধ্যে বেড়ে উঠে তার স্নেহধন্য কুশি-লবেরা , ঋতু প্রবাহের  সাথে একাত্ম হয়ে তারা বড় হয়ে উঠে। কালের সাথে তাল মিলিয়ে চলতে চলতে একদিন  জীবনকে নাড়া দেয় ঋতুরাজ বসন্ত। তার আগমনে  দেহ-ম...