পোস্টগুলি

এপ্রিল, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

8. Che Guevara- the revolutionary Icon all the time (part I)

ছবি
চে গুয়েভারা  দা রেভলিউশনারী আইকন অল  দ্যা  টাইম ।। ১থম  পর্ব  আত্মকেন্দ্রিকতা অপরাধের নামান্তর।    ১৯২৮ সালে  আর্জেন্টিনায়  মধ্যবিত্ত  পরিবারে জন্ম নিল  এক শিশু, সে ধীরে ধীরে  বড় হয়ে উঠল  এক বামপন্থী ঘরানায়। গতানুগতিক জীবন তাকে কখনই  তাকে আকৃষ্ট করতে পারেনি।   বহুমুখী পাঠ তাকে অনন্ত জিজ্ঞাসু করে তুলেছিল; তত্ত্ব আর বাস্তবের মধ্যে সঠিক ব্যবধান কতটা খুঁজতে?  সংকীর্ণ  চার দেওয়ালের মধ্যে প্রশ্নের উত্তর  পাওয়া যাবেনা, তাই এই বিশাল আকাশের নিচে তার সেই অসীম প্রশ্নের মীমাংসা খুঁজে নেওয়ার চেষ্টা চালাল।   তিনি দেখলেন বলিভিয়ার টিন খনির শ্রমিকের সাথে চিলির তামা খনির শ্রমিকের কান্নার আওয়াজের কোন প্রভেদ নেই।  কিউবার আখক্ষেতের চাষির আর্তনাদের প্রতিধ্বনি  ব্রাজিলের কফি চাষীর বুকে কান পাতলে শোনা যায়।   এই মহাদেশের বাতাসে উড়ে বেড়ানো টুকরো টুকরো সংগৃহিত কোলাজ গুলি একত্রে সাজিয়ে নিয়ে তিনি দেখলেন যে এই মহা...