11. ২১শে ফেব্রুয়ারির সেকাল ও একাল :
11. ২১শে ফেব্রুয়ারির সেকাল ও একাল : পৃথিবীতে বহু আন্দোলন, রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস মানুষ প্রতক্ষ্য করেছে কিন্তু সংখ্যা গরিষ্ঠদের মাতৃ ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবিকে সামনে রেখে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা করার গৌরব একমাত্র বাংলা ভাষা আন্দোলনের পথিকৃৎদের প্রাপ্য। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অনন্য নজির যারা গড়েছেন, সাধারণ মানুষ তাকে তার সেই বিশেষ দিনে স্মরণ করে। এই আন্দোলনের ফসল তখনই দীর্ঘ জীবন পায়, যখন তার শিকড় সমাজের গভীরে প্রোথিত হয়। তা যদি না হয়, তাহলে সেটা আনুষ্ঠানিক চেহারায় বেঁচে থাকে। দৈনিন্দন জীবনে সংস্কৃতির ক্ষেত্রে পূর্ন মর্যাদা দিয়ে তাকে প্রতিপালন করতে হবে, আর সেটাই হবে স্মরণীয় দিনকে মর্যাদা দেওয়ার সঠিক সন্মান। সংস্কৃতি হচ্ছে এক বহমান নদীর স্রোতের মতো, প্রতিনিয়ত নতুন নতুন দিশা দেখিয়ে এগিয়ে চলে সমৃদ্ধতার শিখরে। ভাষা হচ্ছে তার জলরাশি, তার রূপ আর ভাবনা হচ্ছে আবাহমান কাল। অন্যভাবে , বিশ্বপ্রকৃতির সাথে ভাবনার এক নিবিড় সম্পর্ক আর তাকে প্রকাশিত করার অপর নাম...