11. ২১শে ফেব্রুয়ারির সেকাল ও একাল :

11. ২১শে ফেব্রুয়ারির সেকাল ও একাল :

পৃথিবীতে  বহু আন্দোলন, রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস মানুষ প্রতক্ষ্য করেছে কিন্তু সংখ্যা  গরিষ্ঠদের মাতৃ ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবিকে সামনে রেখে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা করার গৌরব একমাত্র বাংলা ভাষা আন্দোলনের পথিকৃৎদের প্রাপ্য।  সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অনন্য নজির যারা গড়েছেন, সাধারণ মানুষ তাকে তার সেই বিশেষ দিনে স্মরণ করে। এই আন্দোলনের ফসল তখনই দীর্ঘ জীবন পায়, যখন তার শিকড়  সমাজের গভীরে প্রোথিত হয়। তা যদি না হয়, তাহলে সেটা আনুষ্ঠানিক চেহারায় বেঁচে থাকে। দৈনিন্দন জীবনে সংস্কৃতির  ক্ষেত্রে  পূর্ন  মর্যাদা দিয়ে তাকে প্রতিপালন করতে হবে, আর সেটাই হবে স্মরণীয় দিনকে মর্যাদা দেওয়ার সঠিক সন্মান। 

সংস্কৃতি হচ্ছে এক বহমান নদীর স্রোতের মতো, প্রতিনিয়ত নতুন নতুন দিশা দেখিয়ে এগিয়ে চলে সমৃদ্ধতার শিখরে। ভাষা হচ্ছে তার জলরাশি, তার রূপ  আর ভাবনা হচ্ছে আবাহমান কাল। অন্যভাবে , বিশ্বপ্রকৃতির সাথে  ভাবনার  এক  নিবিড় সম্পর্ক  আর  তাকে প্রকাশিত করার অপর  নাম ভাষা ।

জন্মের প্রথম লগ্নে শিশুর প্রথম উচ্চারিত শব্দটি হচ্ছে " মা" । এটাই বাঙালির মাতৃভাষা। তার সাথে আছে এক নিবিড় বন্ধন আর সেই ভাষায় কথা বলার গর্ব।

রাষ্ট্রযন্ত্র তার সীমিত শক্তি দিয়ে কোন দিন বিশাল জলরাশিকে তার স্বাধীন ভাবে চলার গতিকে  বাঁধতে পারেনি , ইতিহাস তার সাক্ষী  , সৃষ্টির শুরু থেকে সভ্যতার পাদদেশে এসেও মানুষের স্বাধীনতার অধিকার  সেই একই গতিতে  বিদ্যমান।

বাংলা  ভাষার ইতিহাস আজ থেকে প্রায় ১৩০০ বছরের অধিক।  চর্যাপদ থেকে শুরু করে মনসামঙ্গল, চন্ডীমঙ্গল তারপরে বাংলা ভাষার আধুনিক যুগ,  ১৮০০ সালের উইলিয়াম কেরির মুদ্রণ শিল্পের প্রতিষ্ঠা, এসব আমাদের জানা ইতিহাস। এই ভাষাই কি করে আন্তর্জাতিক মানচিত্র নিজের জায়গা একটা রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে পাকা করে নিল  তাও আমরা জানি। 

মানুষের মনোভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। গতিশীল নদীর স্রোত চড়ায় আটকে গতি হারিয়ে সংকৃতি দ্রুত পচনের দিকে দৌড়ে যাচ্ছে।  বর্তমানে বাংলার আকাশ বাতাস  বহন করে বেড়াচ্ছে সেই  পচনশীল ভাষার গন্ধে, তাতে করে কলুষিত হচ্ছে সমাজ। 

তাই , আজকের এই ভাষা আন্দোলনের শহীদের স্মরণ করার সাথে সাথে, আরও  একবার বাংলা ভাষা তথা বাংলা সংস্কৃতির লালন পালনের  জন্য শপথ নেওয়ার প্রয়োজন  হয়ে পড়েছে। 








মন্তব্যসমূহ

My new blog বলেছেন…
সত্যিই সময় এসেছে ভাষাকে রক্ষা করার।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

(২৩১) মানুষ থেকে নক্ষত্রে উত্তরণ

(২৩৩) একটি ফোঁড়ার জন্মবৃত্তান্ত -

(২৩২)বোধোদয়