উত্তর মীমাংসা (১২২)

উত্তর মীমাংসা (১২২) মনের দ্বৈতভাবের অবসানে অদ্বৈতভাবনায় পার্থিব জগৎকে যখন পর্য্যবেক্ষন করবে তখন সবকিছুর মধ্যেই অভিন্ন রূপেকেই সে দর্শন করবে। বিভেদ যেখানে অনুপস্থিত, সেখানে দ্বন্দ কোথায় আর সেইখানেই অপার শান্তির নিবাস। গত সংখ্যার পর ০ ০ ০ ০ ০ দ্বৈত ও অদ্বৈতবাদ বেদান্তের এই দুই দর্শনের মধ্যে বিবাদ জন্মলগ্ন থেকে সুতরাং তাদের নিয়ে আলোচনা করতে গেলে বিশেষ শৃঙ্খলা সহকারে এগিয়ে যেতে হবে। বেদান্ত কি ? ভূমিকা - কৈশোরে বাংলা ও ইংরাজী সাহিত্যের পাঠ্য পুস্তকের সাথে সাথে তার সহায়ক বই ( মানে বই বলে পরিচিত) কিনতে হতো কবি, সাহিত্যিকরা পাঠ্য পুস্তকে কি লিখেছেন তার অর্থ সরলীকরণ করার জন্য। সহায়ক বইতে সবশেষে সেই গদ্য বা পদ্যের একটি সারাংশ এবং কবি বা লেখক তার সেই রচনার পশ্চাতে কি বলতে চেয়েছেন তার একটা বিশ্বাসযোগ্য ব্যাখ্যা থাকত। এই সরলীকরণের ট্রাডিশন সাহিত্য থেকে শুরু করে দর্শন,বিজ্ঞান,আইন প্রভৃতির ক্ষেত্রে সর্বসাধারণের জন্য বজায় আছে। বেদ ও এই পরম্পরার ব্যতিক্রম নয়। ...