সমাজের রাজন্যবর্গ (133)

সমাজের রাজন্যবর্গ (133) পুরুষ শাসিত সমাজে নারীর মর্যাদার অবমাননা এবং ভোগের উপকরণ হিসাবে তাঁর প্রয়োজনীয়তা কাল ও ছিল আজও আছে। মহাভারতের যুগের সমাজ ব্যবস্থায় প্রচলিত ছিল পুরুষের বহু বিবাহ, উপপত্নী রাখার প্রথা এবং পরস্ত্রীর প্রতি ভোগের আকাঙ্খা এবং কোন কোন ক্ষেত্রে জোর করে অধিকার প্রতিষ্ঠা। এমনকি পরস্ত্রীকে পাবার জন্য কিছু মন্ত্র ও ছিল সে যুগে। যেমন রাজার অন্য রাজ্যের প্রতি কুনজর থাকে তাকে পাবার জন্য সংগ্রামে মেতে উঠে , ঠিক তেমনি অর্থবান ও ক্ষমতাবান রাজপুরুষ শতাব্দী প্রাচীন অভ্যাসে পরস্ত্রীকে অধিকার করতে অভ্যস্ত হবে, সেটা আবার নতুন কি ? তাহলে যে কোন জমিকে ছলে বলে দখল করা যেতে পারে, সেখানে আক্ষরিক জমির ক্ষেত্রে আন্তর্জাতিক সীমারেখা বা দেশের সার্বভৌমিকত্ব শব্দগুলি যেমন শুধুমাত্র কাগুজে, ঠিক তেমনি সমাজের বিবাহ বন্ধনে আবদ্ধ স্ত্রীকে দখলদারি নেওয়ার ক্ষেত্রে পরপুরুষেরও নিয়মের দরকার পড়েনা। কেন সমাজ কতৃক এই অবৈধ সম্পর্কের মান্যতা- চেতন এবং অবচেতন মনে জৈবিক সম্পর্ক গুলি শত সামাজিক ও রাষ্ট্রীয় বাঁধন দিয়ে বাধা হোক না কেন, দ...