ওপারের সংগীত 134

ওপারের সংগীত 134 জন্ম ১৯শে জুলাই, ১৯৮৫। তিরোধান ৩০শে জুলাই, ১৯৯০ নামনি প্রিয় নামনি , আসে কোন তরুণ অশান্ত আজ সকাল থেকে আকাশটা যেন পণ করেছে কিছুতেই মেঘকে ছুটি দেবেনা। পার্ক নার্সিং হোমের পাশে এ জে সি বসু রোডে প্রায় এক হাটু সমান জল জমে গেছে। বাইরে বিরামহীন বর্ষনের সুরটা আমার কাছে আজ সার্বজনীন বেদনার অনুভূতিকে বহন করে আনছে। এ যেন প্রিয়জনের বিদায়ের একটানা সানাইয়ের বিষাদের সুর বেজে যাচ্ছে। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ৩০শে জুলাই, ১৯৯০, আজকের থেকে ঠিক পাঁচ বছর ১১ দিন আগে বহু প্রলোভন দেখিয়ে এই বিশ্ব প্রকৃতি আমাকে এই পৃথিবীতে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলে। আজ আমি পার্ক নার্সিং হোমের ৯ নং বেডে তোমার কাছে শুয়ে আছি। মনে আছে , আমি হঠাৎ করে তোমাকে বলে উঠলাম আমার বালিশটা একটু উঁচু করে দাও আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুমি চঞ্চল হয়...