রঙ্গমঞ্চের ওপারে -(১৭৪)
রঙ্গমঞ্চের ওপারে -(১৭৪) আগাপাশতলা আস্ত একটা মানুষ। দেখলে মনে হয়, প্রকৃতির কি অমূল্য সৃষ্টি। দৃশ্যমান দেহ আর অদৃশ্য মনের আড়ালে কত যে প্রাণের আবাসস্থল এই দেহ , অহনিশি তাঁরা বাজছে , তৈরি করছে এক মোহময় ঐকতানের সুর। সেই স্বর সাধনার একটানা ডাক জীবনের অস্তিত্বের স্বাক্ষর বহন করে চলছে। চলুন, এবার যাওয়া যাক সেই গ্রিনরুমে যেখানে অস্তিত্ব রক্ষার পালাটা সংগঠিত হচ্ছে। অদৃশ্য মন একনাগাড়ে জড় দেহের উপর তার যাবতীয় ইচ্ছা পূরণের জন্য কোন নিয়ম রীতি ব্যতিরেকে বাইরে থেকে অশুভ শক্তিকে জানে অঞ্জানে প্রবেশ করার সুযোগ করে দিয়ে দেহকে কলুষিত করছে। মনের এই স্বৈরাচারিতার বিরুদ্ধে দেহের অভ্যন্তরে বাস করা এককোষী জীবদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। এই কারণে বহিঃশত্রুর আক্রমনে দেহ প্রতিনিয়ত সংগ্রাম করতে করতে তার জীবনীশক্তি ক্রমেই নির্বাপিত হয়ে যাচ্ছে এবং তার সাথে এককোষী প্রাণীরাও সংকটের সম্মুখীন। শরীরের প্রতি মনের এই একচেটিয়া...