( ২০৬) কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত উপলদ্ধি ( প্রথম পর্ব )

( ২০৬) কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত উপলদ্ধি ( প্রথম পর্ব ) আমাদের মগজে আশ্রিত তথ্যগুলি যদি অনুরূপ কোন ভাণ্ডারে বন্দী করে আমাদের মগজকে ভারমুক্ত করা যায় তাহলে সেটাই হবে মানুষের কাছে বিকল্প গোডাউন। প্রাথমিকভাবে সেই দৃষ্টিভঙ্গী নিরিখে কম্পিউটারের আবিষ্কার এবং পরবর্তী সময়ে মানুষের যন্ত্রের উপর নির্ভরতা উত্তরোত্তর বাড়তে লাগলো।বিজ্ঞানের সাথে দর্শনের ফারাক সর্বকালীন। জনজীবনে কি ভূমিকা কৃত্রিম বুদ্ধিমত্তার ( এ. আই.) প্রভাব পড়তে পারে তা নিয়ে বিজ্ঞান ভাবিত নয়। কৃত্ৰিম বুদ্ধিমত্তা আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলছে এবং আগামী দিনে মনুষ্য নির্ভর অর্থনীতিতে একটা ব্যাপক প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদদের ধারণা। দৃশ্যমান জগৎ এবং সুক্ষ জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা হাত বাড়িয়ে দিয়েছে। ফাজি লজিকটা এতদিন মানুষের সম্পদ ছিল আজ সেখানে সে প্রবেশ করেছে। কৃত্ৰিম বুদ্ধিমত্তার উল্লেখযোগ্য উপাদান হচ্ছে অ্যালগরিদম। একটা ছোট্ট উদাহরণ দিয়ে অ্যালগরিদমকে ব্যাখ্যা করা যেতে পারে। ধরা যাক, আপ্পলিকেশনটির নাম " কি ভাবে রাস্তা পার করতে হবে" । ...