10. Che Guevara- the revolutionary Icon all the time (part III) চে গুয়েভারা - সর্বকালের বিপ্লবী আইকন (তৃতীয় অংশ)
চে গুয়েভারা - সর্বকালের বিপ্লবী আইকন (তৃতীয় অংশ) তৃতীয় পর্ব [ পূ র্বানুবৃত্তি : বাতিস্তার কিউবা ত্যাগ রাষ্ট্রপতি হিসাবে ম্যানুয়েল উড়ুটিয়া ল্লেও র অভিষেক । ] কিউবার বিপ্লবের পরে ইতিহাস যতদিন থাকবে আর পৃথিবীর বুকে মানবতার ধর্ষণ চলবে ততদিন এই চে গুয়েভারারা নতুন বাড়ির সন্ধান চালিয়ে যাবেন , সেই রাস্তা সবসময়ে সঠিক হবে তার কোন মানে নেই। অতীততে তারা এটাই করেছে , বর্তমানে করছে বা আগামী দিনে পাহাড়ে , জঙ্গলে তারা নিরবিচ্ছিন্ন ভাবে তাদের এই পচা গলা সমাজের উপর নতুন বাড়ি করার প্রচেষ্টা চালাবে। চে গুয়েভারারা কোন একক ব্যক্তি নয় , তারা প্রতিবাদী একটা প্রতিষ্ঠান। এই বিষয়টি ফিজিক্স , কেমেস্ট্রি বা ম্যাথেমেটিক্স - এর মতো আচ্ছাদনে ঢাকা ঘরের মধ্যে ফর্মুলা সমহারে উপাদান মিলিয়ে ঈপ্সিত উত্তর...