কুরুক্ষেত্রে একটি বিনিদ্র রাত(১৬১) ( ৪ র্থ পর্ব )

কুরুক্ষেত্রে একটি বিনিদ্র রাত (১৬১) ( ৪ র্থ পর্ব ) এই পৃথিবীর কোন এক আকাশের নিচে যদি জীবনের অন্তিম মুহূর্ত নেমে আসে, সেদিন কিন্তু এই অজ্ঞাত সৈনিকদের আত্মবলিদানকে কোনদিন গৌরবান্বিত করে ইতিহাসের পাতায় তাঁদের স্থান দেবে না, সেটাও আরেকটা ইতিহাসের বাস্তব চেহারা। পৃথিবীর ইতিহাস মাত্রই শাসকের ইতিহাস, বিজয়ীদের আর রাজা মহারাজের উপাখ্যান, ঐতিহাসিকদের খানিকটা ভাবাদর্শে অনুপ্রাণিত হবার কাহিনী , সেখানে সাধারনের স্থান ভীষণই নগণ্য। কুরুক্ষেত্রের এই যুদ্ধ ধর্মযুদ্ধ হিসাবে ইতিহাসে খ্যাত। হংসরাজরা এই যুদ্ধে অধর্মের ধ্বজ্জা বহনকারী রাজাদের হয়ে সংগ্রামে রত। তাদের জীবনের এটাই সান্ত্বনা , যুদ্ধের লক্ষ্য যাই ই হোক না কেন একজন সৈনিক হিসাবে তাদের ধর্মটা পালনে তারা কোথাও কোন ফাঁক রেখে যাই নি । কুরুক্ষেত্রের যুদ্ধের ভয়াবহতা সামান্য কয়দিনে এমন উচ্চতায় পৌঁছে গিয়েছিল যে তা শেষ হবার মেয়াদ আর বেশী দেরী নেই। আর অল্প কয়েকদিনে দুপক্ষের এত সৈন্যের মৃত্যু হংসরাজকে ভাবী পরিণতির কথা মনে করে দিলো। এই মৃত্যুর ...