(২৪১) কৃষ্ণ বলয়

(২৪১) কৃষ্ণ বলয় শ্রীরামকৃষ্ণের কালী তত্ত্ব আর লর্ড কেলভিনের ডার্ক ম্যাটারের মধ্যে আদৌও কোন ব্যবধান আছে কিনা, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কৃষ্ণ বলয়ে প্রবেশ - কালো শব্দটা বোধহয় ভীষণ বিতর্কিত। না পারা যায় তাকে গ্রহণ করতে আবার তাকে বর্জন করা অসম্ভব। জ্ঞানের রং যদি সাদা হয়, তাহলে অজ্ঞানের রংটি অবশ্যিই কালো কিংবা অন্ধকার, যা যে কোন প্রাণীর পক্ষে সেটি ভীষণ বিপদজ্জনক। সেখানে কেউ যদি প্রমান সহকারে বলে এই বিশ্বব্রহ্মান্ডে এই কালোরই জয়জয়কার, কেননা ডার্ক ম্যাটারই বল আর ডার্ক এনার্জিই বল, এরা সম্মিলিতভাবে এই আলো আঁধারি জগতের ৯৫ শতাংশ দখল করে রেখেছে। তারাই শক্তিমান। শ্রীরামকৃষ্ণ এই কালোর প্রতিভূ মাকালীর মধ্যে প্রত্যক্ষ করছেন জগতের যাবতীয় শক্তি। এহেন এই বাস্তবতাকে বস্তু এবং আধ্যাতিক জগৎ উভয়েই যেখানে তাদের যুক্তি দিয়ে এর সত্যতা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, তার প্রতি কৌতূহল জাগাটা ভীষণ স্বাভাবিক। চলুন, এবার যাওয়া যাক সত্যান্বেষীদের হাত ধরে তাঁদের বিচার ধারার স্রোতে নিজেরা একটু অবগাহন করি। বস্তুকে গ্রহণ ও বর্জনের ক্ষেত্রে সর্ব...