((২০৫) আজকের দিনের উপলদ্ধি -

(২০৫) আজকের দিনের উপলদ্ধি - শ্রী শ্রী রামকৃষ্ণের অন্যতম সার্বজনীন বাণী "চৈতন্য হোক "! সেটা আজ সমাজে বহন বিবর্জিত গুদামজাত সম্পদ। অথচ মৃতের সাথে জীবিতের সীমারেখার একমাত্র চিহ্ন সেই চৈতন্যের উপস্থিতি। তবে কি প্রাণীরা আজ জীবন্মৃত ? জীবনের উপর দিয়ে ঘটে যাওয়া ঝড়ে শুয়ে পড়া বৃক্ষরাজি ? দূর থেকে বিধাতা অবলোকন করে জীবন্ত মানুষ আছে বলে ধারণা করতে পারে না। মাঝে মাঝে সেখান থেকে কোনো আর্তনাদ শুনা না গেলে পতিত ভূমি বলেই ভ্রম হতো। বিধাতা আজ নিজের কাছেই প্রশ্নের সম্মুখীন, কি এমন পরিস্থিতির উদ্ভব হলো যে চৈতন্যবিহীন মানুষ জীবিত বলে দাবী করছে কিংবা কি ধরনের সংকেত বার্তা আকাশ-বাতাসে ছেয়ে গেছে যে মানুষ আজ নিঃশব্দে অপেক্ষা করছে যুদ্ধারম্ভের প্রস্তুতির দামামার শব্দের। ভাবছে, এই মুহূর্তটি মোটেই উপযুক্ত নয় চৈতন্যের প্রকাশের, কেননা সে ক্ষেত্রে অস্তিত্বের অস্তিত্ব বিপন্ন হওয়ার সম্ভবনা প্রকট। পূর্বে যাঁরা সময়ের সংকেতকে অস্বীকার করে জীবনের সংগীতকে তাদের বীণার তারে ঝংকার তুলেছিল, তারা আজ কংসের নিদ্রাভঙ্...