অন্বেষণ
চেতনায় বা অচেতনায় শুধু খঁজে বেড়ানো, এ পৃথিবীতে মানুষের আসার উদ্দেশ্যটা কি ? এই খোঁজার মুহূর্তগুলো সব সময় কোন জানান দিয়ে আসেনা, হঠাৎ করে মনের মধ্যে এসে ভিড় করে তারা আবার সব কিছু অসম্পূর্ন করে কোথায় যেন হারিয়ে যায়। এই আসা-যাওয়ার খেলাটি জীবনের শেষদিন পর্যন্ত চলে। বাকিটা তো সঠিক বা বেঠিকের কোন হিসাব রাখে না, কালস্রোতে গা ভাসিয়ে দেওয়া।
মনের গভীর থেকে কে যেন বলে ওঠে, এসব কিছুই নয়, এ ভাবনার বিলাসিতা। আসলে তোমার দ্বারা কিছুই হবেনা। যা করছো তাই-ই করো , কেন বারবার মহাপুরুষদের মতো নিজেকে খোঁজার চেষ্টা কর। যখন, তুমি পড়াশুনা কর, তখন ভাব পরীক্ষায় ভীষণ ভালো ফল করব, যখন , খেলার অভ্যাস করলে মানে কর, একটা নামি-দামী খেলোয়াড় হবো। যখন বিকাল বেলায় পার্কে আলিঙ্গন বদ্ধ অবস্থায় প্রেমিক-প্রেমিকা দেখে নিজেকে উপন্যাসের প্রেমিকের আসনে বসিয়ে আধো-কুয়াশাছন্ন মায়াবী ভাবালোকে প্রেয়সীকে প্রেম নিবেদনের মুহূর্তকে নিজেই নিজেকে দেখে ঘাবড়ে যাওয়া। এইভাবেই চলে সারা জীবন অচেতন জীবের মতো মনুষ্য জীবনের প্রতি গভীর অবিচার ।
মন্তব্যসমূহ