নারদের  মর্ত্য  ভ্রমণ  - দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় ...


নারদের  মর্ত্য  ভ্রমণ  - দ্বিতীয় সংখ্যা 


দ্বিতীয়  দিন 

[দেবরাজ ইন্দ্রর সভা গৃহ]

নারদ : স্যার সুপ্রভাত।  


ইন্দ্র : হ্যাঁ আপনাকেও সুপ্রভাত । কালকে আপনার রিপোর্টটা কোথায় শেষ করে ছিলেন , ওফ!   মৃত্যু সংক্ৰান্ত রিপোর্ট আর রিপোর্টের গোলমাল নিয়ে। তার পর থেকে বলতে শুরু করুন। এখনো আপনার স্টেনোগ্রাফারকে দেখলাম না তো!


নারদ : স্যার এখুনি আসছে, আসবার সময় দেখে এলাম   একজন মহিলা স্টাফের  সাথে বাগানের সামনেতে চুটিয়ে আড্ডা মারছে আর হাতে চায়ের কাপ। বলে এসেছি। 


ইন্দ্র : তাহলে ও আসার পরে আমরা কাজ শুরু করি। 


নারদ : ঠিক আছে স্যার। 


ইন্দ্র : এর মধ্যে আপনার সাথে বসে এজেন্ডাটা বানানো হয়নি সেটা তৈরি করে ফেলি। 


নারদ: নিশ্চই স্যার। আসার আগে আমি মর্ত্যে এক সাইবার ক্যাফেতে বসে এজেন্ডাটা টাইপ করে এনেছি। আমি তো জানতাম, প্রথেমেই আপনি সেটা চাইবেন। এই নিন স্যার।  
[এই বলে নারদ একটা স্প্যাইরাল বাইন্ডিং করা একটা ফাইল দেবরাজের হাতে  তুলে নিলেন ]


ইন্দ্র : আপনি কি এই ফাইলটা রেকর্ড রিসিভিং সেক্শনে রিসিভ করিয়ে  ইনওয়ার্ড নাম্বার বসিয়ে নিয়ে আসেন নি তো। 


নারদ : সেটা আমি জানি, কিন্তু এখনো রিসিভিং ক্লার্ক আসেননি। 


ইন্দ্র : আমি কয়েকজনের বায়ো ডাটা স্টাডি করে , চিত্রগুপ্তের ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন দিয়ে নিয়ে এসেছি লোন স্টাফ হিসাবে। যদি ঠিক মতো কাজ না করে তবে ব্রম্মা স্যারকে বলে আবার পৃথিবীতে পাঠিয়ে দেব কোন ভ্যাকসিন ছাড়া। 


নারদ: আপনি কোন ভ্যাকসিনের কথা বলছেন ?


ইন্দ্র : আরে ওই যে তিনটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি (১) স্বতঃ (২) রজ (৩) তম। আমাদের ভার্চুয়াল ভ্যাকসিন। অবশ্য এগুলি আপনার  জানার কথা না।  তাও আপনি  যখন স্বর্গ আর মর্ত্যের মধ্যে সেতু বন্ধনের কাজটা করছেন,  তখন আমি বেদব্যাসের কাছে পাঠাচ্ছি  একটা ক্র্যাশ কোর্স করে যাতে আপনি নিজেকে আপডেট রাখতে পারেন। এটা কিন্তু  মান্ডেটরি, এই কোর্সটা কিন্তু আমরা যমরাজ , চিত্রগুপ্ত আর তাদের দুই এসিট্যান্টকেও  করিয়েছি। এই কোর্সটার এমন ডিমান্ড হয়েছে যে ইসলাম, বৌদ্ধ, জৈন ,ক্রিশ্চানরা চাইছে তাদের নোমিনেটেড ক্যান্ডিডেটদের আমরা যেন পড়াই। ভগবান ব্রম্মা অলরেডি এই ট্রেনিং প্রজেক্টে সীল মোহর দিয়ে দিয়েছেন। তাই  বেদব্যাস ছাড়াও আরো ফ্যাকাল্টি আমাকে বাড়াতে হয়েছে তারা অবশ্য প্রোমোটি অর্থাৎ মর্ত্য থেকে প্রমোশন পেয়ে যমরাজ মারফৎ এখানে এসেছে।  ভীষণ নলেজেবল, দারুন ক্লাস করাচ্ছে। যা আপনি জানতে চাইছিলেন, আপনার  নুন ছাড়া রান্না খেতে ভালোলাগে ?


নারদ : একদমই ভালো লাগেনা। 


ইন্দ্র : ভ্যাকসিন না দিয়ে পাঠালে তাদের জীবনটা এরকম আলুনি লাগবে। বেদান্ত ক্লাসে পরে আপনি ডিটেইলে পড়বেন। 


[ নারদ মনে মনে ভাবতে লাগলো আগে বেশ ভালো ছিলাম গান বাজনা আর কথা চালাচালি করে, যবে থেকে মর্ত্যে গিয়ে ম্যানেজমেন্ট গুরুর মগজটা নিয়ে এলো তখন থেকে utilization অফ manpower আর টাইম ম্যানেজমেন্ট, পারফরমেন্স আনালিসিস  নিয়ে আমাদের পিছনে পরে গেলো। এই ভদ্রলোকের সাথে খুব যত্ন করে চলতে হবে, এই ভদ্রলোকতো জানেনা ওখানে কি ধরনের রাজনীতিবিদ আছে , কি ভাবে নির্বাচিত সরকারকে ফেলে দিতে হয় আর কি ধরনের অর্থনৈতিক পরিবেশ তৈয়ারি করে সাধারণ মানুষের মেরুদন্ড ভেঙ্গে, অনুদান নির্ভর করা যায় আর  কাদের দিয়ে প্রচার করলে জনগণকে হাতের পুতুল করা যায় - সব দেখে এসেছি । অনেক দিন রাজত্ব করেছিস ভাই, এবার দুই একটা পিস্ নিয়ে এসে অথবা  নির্বাচন বিশেষজ্ঞ  কিনে ওদের কথা মতো প্রপোগান্ডা করে,  এঁকে স্বর্গ থেকে সরাবো  ]



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

(২৩৩) একটি ফোঁড়ার জন্মবৃত্তান্ত -

(২৩১) মানুষ থেকে নক্ষত্রে উত্তরণ

(২১০ ) ঝড়-বৃষ্টির একাল সেকাল