(২১০ ) ঝড়-বৃষ্টির একাল সেকাল
আজ থেকে ৫০-৬০ বছর আগে এখানকার মতো ঝড়ের আগমনের নির্ঘন্ট জানবার মতো পঞ্জিকা ছিল না। আজ যেমন ঝড় আসার অষ্টমী, কালকে হবে নবমী ইত্যাদি ইত্যাদি। এবার ঠাকুর গজে না ঘোড়ায় আসবে পঞ্জিকাতে লেখা থাকে, ঠিক সেরকম আবহবিজ্ঞানীরা সময়ের আর গতিবেগের ফিতে নিয়ে সুন্দর মেপে মেপে বলে দেয় কুমারটুলির কোন কারিগরের হাতে তৈরি হচ্ছে, তার এক ধারা বিবরণ সাংবাদিকরা পূর্ব থেকে আমাদের জানান দেন। মজার ব্যাপার হচ্ছে এখানে গদি মিডিয়া আর নিরপেক্ষ মিডিয়া বলে কিছু নেই। যদি কোনটা ইন্দ্রের দলের আর কোনটা যদি মহাদেবের দলের কর্মকান্ড হতো, তাহলে মিডিয়া আড়াআড়িভাবে ঠিক ভাগ হয়ে যেত। তখন আমাদের সেই ইউটিউবারদের উপর নির্ভর করতে হতো, কোনটা সত্য তা জানতে।
আজ থেকে পাঁচ-ছয় দশক আগে ঝড়দের কনসিভ করার সময় নামকরণের কোন ঘনঘটা ছিল না। এখন যেমন ঝড়ের শো শো শব্দটা পর্দার আড়ালে থেকে শুনতে হয় কিংবা টেলিভিশনের দৌলতে চা খেতে খেতে শুনতে হয়, আবার কোন গাছ কাঁচা বাড়ির উপর পড়ে গেলে কিংবা কারোর বাড়ির চাল উড়ে গেলে সোফায় বসে হায় হায় করে উঠি, তার ঠেলায় কখন কখনো যে হাতে থাকা কাপের চা ঝলকে মাটিতে পরে বাড়ির গিন্নির তিরস্কার যে সহ্য করতে হয় নি, সেই অভিজ্ঞতা কম বেশি অনেকের দুর্ভাগ্যে ঘটেছে। মাঝে মাঝে কোন বন্ধুবর উৎসাহের আতিসয্যে ফোন করে জিজ্ঞাসা করে বসে, আমি কি টেলিভিশনের সামনে বসে আছি কিনা। যদি বসে থাকি তবে কোন চ্যানেল দেখছি, যদি তার সাথে না মেলে, তবে অনুরোধ করে তাঁর নির্দ্দেশিত চ্যানেলটা দেখার, কেননা প্রকৃতির ধংসলীলা আর মানুষের সম্পত্তির ক্ষতিগুলি লাইভ টেলিকাস্ট করছে। মাঝে মাঝে আত্মরক্ষায় ব্যস্ত মানুষদের মুখের সামনে মাইক্রোফোনটি এগিয়ে দিয়ে সাংবাদিক তার TRPর স্বার্থে বাঁধাধরা প্রশ্ন করে যাচ্ছে, সেই আর্ত মানুষের নাদটিও বাড়িতে বসে উপভোগ করা যাবে। একদম একটা থ্রিলারের মতো।
ঝড় বিজয়া দশমী পার করে সরকারি তহবিলে হানা দিয়ে বিজয়ার মিষ্টি বিতরণের কথা মনে করে দেয়। শুরু হয় সেই কালনেমির লঙ্কাভাগ। গৃহহীন, সম্বলহীনরা প্রতিবারের মতো অপেক্ষা করে ত্রান নামক এক ভয়ংকর সিস্টেমের উপর। দুর্যোগ আর ত্রাণ পরস্পর ভীষণ সম্পর্কযুক্ত। যেন আলো আর অন্ধকার।বিজ্ঞানের উন্নতির সাথে সাথে যখন মানুষ আগাম জানতে পারছে কোন কোন প্রাকৃতিক দুর্যোগ কি ধরণের ক্ষতি সাধন করতে পারে। ঠিক সেই ভাবে আগাম প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা মানুষের আছে। কিন্তু একদল মানুষ এখান থেকে রেকারিং ইনকাম করার আশায় সমস্যাটাকে জিইয়ে রাখে।
ব্লগার -রবীন মজুমদার
তারিখ -২৭/০৫/২৪ রাত্রি ১:৪৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন