নারদের মর্ত্যে ভ্রমণ -চতুর্থ সংখ্যা
নারদের মর্ত্যে ভ্রমণ -চতুর্থ সংখ্যা
চতুর্থ সংখ্যা
[গত সংখ্যায় দেবরাজ ইন্দ্র বিষ্ণুর ডাকা মিটিঙে এটেন্ড করতে চলে যান । নারদ কর্তৃক মর্ত্যের মানুষের সুক্ষ শরীরে র অসম্পূর্ন রিপোর্ট আজকের সংখ্যায় ]
[ স্বর্গের কনফারেন্স রুম - দেবরাজ ইন্দ্র, মিঃ নারদ, মিঃ অগ্নিদেব, ম্যাডাম স্বরসতী , বেদব্যাস ,অধীর বাবু উপস্থিত ]
ইন্দ্র : উপস্থিত ভদ্রমহোদয়গন , আপনারা নিশ্চই অবগত আছেন বিশেষ কারন বশতঃ ভগবান বিষ্ণুর আহবানে আমাকে প্রেসিডিয়ামে যেতে হয়েছিল, সেখানেও মর্ত্যের স্বাস্থ্য সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হল। ভগবান ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সব সমস্যার সমাধান করতে পারেন কিন্তু ওনার একই কথা "তোমাদের বুদ্ধি, বিবেচনা সব দিয়েছি, তোমরা যে শ্রেষ্ঠ্য প্রাণী, সেটা ভুললে তো চলবেনা, তোমাদেরই তৈরী সমস্যা, তোমাদেরই মিটাতে হবে। " আমাকে যেটা বললেন, তা হোল সেকেন্ডারী এফেক্ট অর্থাৎ মানসিকভাবে সাধারণ মানুষ ( অর্থাৎ সংখ্যায় বেশি সে সব মানুষ ,যাদের সব কিছুই স্বর্গ থেকে কম করে দেওয়া হয়েছে ) বিপর্যস্ত হয়ে যাচ্ছে সেটা দেখতে।
অধীরবাবু : স্যার , আমার দুইটি প্রশ্ন আছে। বেশিরভাগ মানুষকে কম করে সব কিছু দেওয়া হয়েছে - তার মধ্যে দুর্নীতি কিছু নেইতো আর সেকেন্ডারী এফেক্টটা কি ?
ইন্দ্র : আপনার প্রথম প্রশ্নের উত্তর -সেটা ভাই অগ্নিদেব সব বলতে পারবে, যদি কিছু হয়ে থাকে, কেননা বেশি বেশি ঘি , চন্দন কাঠ ইত্যাদি দিয়ে যজ্ঞ তো মর্ত্যের ধনবান লোকেরাই করতে পারে সন্তান লাভের আশায়। কোটা থাকে তো , আর কোটা থাকলেই ম্যানিপুলেশন থাকবে এটা আর নতুন কি ? ভালো মানুষরা সঙ্গবদ্ধ হোতে না পারার সুবাদে মুষ্টিমেয় কিছু মানুষ সুবিধা নিয়ে যায়।
দ্বিতীয় প্রশ্নের উত্তর -এক কথায় ছন্দপতন। একই ভাবে সবই চলছিল, যেমন , চাকরি, ব্যবসা , শিক্ষা , সামাজিক অনুষ্ঠান ইত্যাদি। এক ব্যাধি তাকে মারণ ব্যাধি ভেবে , ভার্চুয়ালি সব হারিয়ে গেছে -এই ভাবে কাতর হয়ে পড়েছে। অবশ্য কিছু তো কারন আছে। যাই হোক সামলে দেব। আমাদের বেদের সময়কার ঋষি দের ক্ষমতা সম্পর্কে আমিতো জানি , কতবার আমি যজ্ঞ ভাঙবার চেষ্টা করেছিলাম , তাদের মন্ত্রের জোরে দৌড়ে পালাতে হয়েছিল- এরকম বহু ঘটনার আমি সাক্ষী । এখানে ঋষি শ্রেষ্ঠ্য ব্যাসদেব আছেন, ওনাদের দিয়েই ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে , সেটা পরে বলবো, কি ভাবে করবো।হ্যাঁ ! আমাদের কাজ শুরু করা যাক।
মিঃ নারদ : ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্যের অবনতি একান্তই আধুনিক কালে বৃদ্ধি পেয়েছে। প্রথমে এ সম্পর্কে একটি ওভারভিউ দেবার পর আমি বাকি চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো।
এই শতাব্দীতে মর্ত্যে যেটা সব থেকে বৃদ্ধি পেয়েছে সেটা হল "বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার " বা (বি পি ডি ) .
কারা এর শিকার : প্রধানতঃ যুব সম্প্রদায়।
এদের আর্থিক অবস্থা কি রকম : আর্থিক ভাবে মোটমুটি স্বচ্ছল (মধ্যবিত্ত ) এবং উচ্চবিত্ত আংশিকভাবে নিম্নবিত্ত আছে।
প্রাথমিক প্রবণতা : অপূর্ণ ইচ্ছা।
প্রাথমিক প্রতিক্রিয়া : অস্বাভাবিক আচরণ।
অস্বাভাবিক আচরণ কাদের সাথে : খুব ঘনিষ্ঠ বন্ধু হতে পারে কলিগ হতে পারে শুধু তাই নয় এদের ভাবনায় খুব সহজেই তারা শত্রু হয়ে যেতে পারে।
অস্বাভাবিক আচরণের স্থায়িত্ব : বেশ কিছুদিন থাকতে পারে। আবার ঘুরে আসতে পারে।
অন্যান্য প্রতিক্রিয়া :
👉কোন সিদ্ধান্ত নেবার পিছনে বাস্তবের কোন ধার ধারেনা , কল্পনার উপর ভিত্তি করে কারোর সাথে মানসিক ও শারীরিক সম্পর্ক স্থাপন আবার মুহূর্তের মধ্যে ব্যবধান রচনা।
👉সম্পর্কের নমুনাটা প্রায় সব ক্ষেত্রেই একই রকম , বন্ধু, আত্মীয়-স্বজন,প্রেমিক-প্রেমিকা যেই হোকনা কেন। প্রথমে চরম উচ্চতা থেকে একেবারে মাটির কাছে।
👉নিজের ইমেজের প্রতি ভীষণ অবহেলা।
👉নিজের উপর কাঁটাছেড়া
👉আত্মহত্যার প্রবণতা বা থ্রেট
👉এর স্থায়িত্ব বেশ কড়া সুরে কয়েক ঘন্টা বা কয়েকদিন থাকতে পারে।
এর সব লক্ষণ গুলি একসাথে থাকতে হবে এমন কোন মানে নেই আবার এর স্থায়িত্বের ক্ষেত্রেও সেই রূপ। সবই অসুস্থতার গভীরতার উপর নির্ভরশীল।
এখনো বিপিডি উপর রিসার্চ চলছে।
সারা বিশ্বে মানসিক স্বাস্থ্যের চেহারাটা এক নজরে দেখা যাক -
1. Any Mental Health Disorder - Share of Global Population = 10.7% Number of people with the disorder 792 million out of that 9.3 % male and 11.9% female .
2. Depression-Share of Global Population = 3.4 % Number of people with the disorder 264 million out of that 2.7 % male and 4.1 % female
3. Anxiety disorders - Share of Global Population = 3.8 % Number of people with the disorder 284 million out of that 2.8 % male and 4.7 % female
4. Bipolar disorder - Share of Global Population = 0.6 % Number of people with the disorder 46 million out of that 0.55 % male and 0.65 % female
5. Eating disorder- Share of Global Population = 0.2 % Number of people with the disorder 16 million out of that 0.13% male and 0.29 % female
6. Schizophrenia - Share of Global Population = 0.3 % Number of people with the disorder 20 million out of that 0.26% male and 0.25 % female
7. Any mental or Substance use disorder- Share of Global Population = 13 % Number of people with the disorder 970 million out of that 12.06 % male and 13.3 % female
8. Alcohol use disorder-Share of Global Population = 1.4 % Number of people with the disorder 107 million out of that 2 % male and 0.8 % female.
9. Drug use disorder (excluding alcohol )-Share of Global Population = 0.9 % Number of people with the disorder 71 million out of that 1.3 % male and 0.6 % female.
ক্রমশঃ
মন্তব্যসমূহ