নারদের মর্ত্যে ভ্রমণের পাক্ষিক বিশ্লেষেণ - তৃতীয় সংখ্যা Fortnight Analysis - Indian Education System (3rd part)

  নারদের মর্ত্যে ভ্রমণের পাক্ষিক বিশ্লেষেণ  - তৃতীয় সংখ্যা 

Fortnight Analysis -   Indian Education System (3rd part)

 

নারদ  - স্বরলিপি যেমন অবিনস্ত  সুরগুলিকে আস্টেপিস্টে বেঁধে মধুর গানে রূপান্তরিত করে ঠিক তেমনি লক্ষ্য পূরণের  ক্ষেত্রে  এই ছয় ধরনের টুপি পরা চিন্তন পদ্ধতি হচ্ছে    স্বরলিপির ব্যাকরণ ,  তার  ঐকতান হচ্ছে সংগীত রূপ সিদ্ধান্ত। 

টীম অর্থাৎ নির্দ্দিষ্ট আদর্শের ভিত্তিতে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সমবেত একটি গোষ্ঠী। কিভাবে ঐক্যমতের ভিত্তিতে সমস্যার সমাধানের জন্য বহুমতের  ধারণা থেকে ক্রমানুসারে  এক  অভিন্ন  দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত করতে হয়  এবং সেই ধারণাকে  সিক্স থিংকিং হ্যাট " পদ্ধতিই একমাত্র  বাস্তবায়িত করতে পারে।  (এডওয়ার্ড ডি বোনো'র বিখ্যাত  বই থেকে উদ্ধৃত করে তিনি বলতে শুরু করলেন।) 

রঙের ভিন্নতা  নির্দেশ করে স্বতন্ত্রতার ঠিক তেমনি নির্দ্দিষ্ট রঙের টুপি উৎসাহিত করে সমান্তরাল চিন্তাভাবনার এবং  দূর করে নেতিবাচক (negative ) ভাবনাকে ।

একই ধরনের টুপি পরা একটি গোষ্ঠী নির্দ্দেশ করে অভিন্নতার আদর্শের।  ব্যক্তি চিন্তা প্রভাবিত হয় ব্যাক্তির অহংকার এবং পূর্ব নির্ধারিত অবৈজ্ঞনিক ধারণার ভিত্তিতে এবং তার  সিদ্ধান্তের উপর সেটা প্রতিফলিত  হয় , তাই অধিকাংশ ক্ষেত্রে সিদ্ধান্ত সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারেনা। সিক্স হ্যাট থিংকিং পদ্ধতিতে ব্যক্তি সিদ্ধান্তের প্রভাব থেকে মুক্ত থাকে, কেননা এখানে যৌথ সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গ্রহণ করা হয়।  তাছাড়া এটি টাইম বাউন্ড এবং কঠোরভাবে এজেন্ডা নির্ভর প্রোগ্রাম। তাই প্রত্যেকটা মুহূর্ত লক্ষ্য পূরণের জন্য উন্মুখ হয়ে থাকে,  নির্দ্দিষ্ট সীমারেখার কঠিন বেড়াজালের মধ্যে । সেখান থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা সিদ্ধান্ত বা আউটপুটকে অন্য রঙের  টুপি পরিহিত টিমটির বিশ্লেষণ প্রক্রিয়ার ইনপুট হিসাবে গৃহীত হয় এবং তার ভিত্তিতে তাদের কার্যক্রম  শুরু হয়। এইভাবেই সমস্যার শুদ্ধিকরণ পদ্ধতি  এবং সিদ্ধান্তের শুদ্ধিকরণ পদ্ধতি,  কোয়ালিটি আউটপুট  দেবার লক্ষ্যে কাজ করে যায়। 

শিক্ষন শতাব্দীর পর শতাব্দী এক নির্দ্দিষ্ট গতিতে বয়ে চলেছে। ভাষা, ইতিহাস ,বিজ্ঞান ,খেলাধুলা, গান বাজনা ইত্যাদি আজ পর্যন্ত শিক্ষার বিষয় ছিল কিন্তু আজ পর্য্যন্ত কেউ বলেনি চিন্তা কিভাবে করতে হবে সেটাও সেখানো যায়। এডওয়ার্ড ডি বোনো'র "সিক্স হ্যাট থিংকিং " বইতে তিনি প্রমান করে দেখিয়েছেন। 

এখন আলোচ্য বিষয় যে,মানুষ তার জীবনে ছোট থেকে বড় সব রকমের সমস্যার সমাধানের লক্ষ্যে তার চিন্তা শক্তিকে কি ভাবে প্রয়োগ করবে। যেমন, মানুষ কোন কথা পরিবেশন করার আগে ভাবে " কি ভাবে কথাটা  বলবো " - এটাও  মানুষের দীর্ঘ ভাবনার ফসল। মানুষের জেগে থাকা থেকে শুরু করে গভীর ঘুমের প্রাকমুহূর্ত পর্যন্ত ভাবনা আপন গতিতে মানুষের মনে সক্রিয় থাকে। উল্লেখযোগ্য ঘটনা হলো , চেতনা সম্পন্ন মানুষ  চিন্তা থেকে নিজেকে বিরত রাখতে পারেনা। এই চিন্তাকে আবার বহু ভাগে  ভাগ করা যায়। যেমন ,

সাধারণ চিন্তা (Casual Thinking)- সবসময় যে চিন্তাগুলি মানুষের মনে ভিড় করে। 

নির্দিষ্ট লক্ষ্যে  চিন্তা (Deliberate Thinking ) - যখন নির্দিষ্ট কারণে সিদ্ধান্ত নেবার প্রয়োজন পরে তখন যে চিন্তা যে পদ্ধতিতে কাজ করে । 

জ্ঞান সংক্রান্ত চিন্তা (Cognizant )- মানুষ তার চেতনাকে ভিত্তি করে, অভিজ্ঞতা ,উপলদ্ধির উপর নির্ভর 
করে কার্য্য করা । 

সৃজনধর্মী চিন্তা (Creative Thinking) - কোন বিশেষ বিষয়বস্তুকে কেন্দ্র করে চিরচারিত পদ্ধতির বাইরে গিয়ে চিন্তা। আউট অফ দ্য বক্স থিংকিং। 

কঠিন চিন্তা (Critical Thinking ) - যুক্তি তর্কের  অবতারণা করে  বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চিন্তা। 

সরল চিন্তা ( Clear  Thinking ) - একটা ভাবনাকে এক লাইনে রেখে চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়া। 
   
সাদা টুপি পরা চিন্তকদের বাধ্য-বাধকতা - ( সময় ৩ মিনিট)  ধরা যাক, রামবাবু  বর্তমানে একটি ভাড়া বাড়িতে থাকেন। তার মোট পরিবারের সদস্য সংখ্যা ৫ জন।  তিনি মনস্থির করেছেন একটি ভালো পরিবেশে জমি কিনে একটা বাড়ি বানাবেন। 

প্রথম প্রশ্ন -বাড়ি  কেনার বাজেট কত?   ধরা যাক , ৭০ লক্ষ টাকা।  এই বাজেটের মধ্যে কি কি  করতে হবে ? ১) জমি পছন্দ করতে হবে, তার পর সার্চিং করতে হবে।  ১.১) সেখান থেকে উত্তীর্ন হলে জমিটা কিনতে হবে তাকে,  ১.২) রেজিস্ট্রেশন করতে হবে তার পর ২) কনস্ট্রাকশন করতে হবে। 
 দ্বিতীয় প্রশ্ন-  এই বাজেটের মধ্যে কোন কোন জায়গায় জমি পাওয়া যাবে ?
তৃতীয় প্রশ্ন -  জমি কেনার পর তার হাতে কত টাকা থাকবে এবং সেই উদবৃত্ত টাকায় ১২০০ SQF বাড়ি বানানো যাবে  কিনা ? তাছাড়া সামনে একটা ২০০ SQF-এর দোকানের প্রভিশন করা যাবে কিনা ?
চতুর্থ প্রশ্ন -  ড্রেনেজএর সুব্যবস্থা, বিদ্যুতের সংযোগ সম্ভাব্য জায়গা থেকে কতদূরে, ইন্টারনেটের সুবিধা কেমন পাওয়া যাবে ?  
পঞ্চম প্রশ্ন - প্লটটা কি কর্নারে অবস্থিত ?
ষষ্ঠ প্রশ্ন - রাস্তার উপরে মানুষজন যাতায়াতের পথে প্লটটা অবস্থিত  কিনা ?


এবার এই প্রশ্ন উত্তরের পালা সারা হলে দেখা গেল কি জানা গেল আর কি জানা গেলনা তার লিস্ট ।  তাহলে সাদা টুপি পরিহিত ব্যক্তি বা টিমের চিন্তার বিষয়বস্তু এবং পরিধি বোঝা গেল যে, তারা নজর রাখছে সিদ্ধান্তকারী টিমের প্রয়োজনীয় ডাটা পাঠানোর জন্য কি জানা গেল এবং কি জানা গেলনা তার বিস্তারিত ডকুমেন্টেশন সাদা টুপির এক্তিয়ার। 

হলুদ   টুপি পরা চিন্তকদের বাধ্য-বাধকতা - ( সময় ৪ মিনিট)  হলুদ টুপি পরিহিত চিন্তকগন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করবেন। যেখানে জমি নেওয়া  স্থির হলো সেখানে লাভজনক বা অ্যাডভান্টেজ  কি কি আছে ?
প্রথম প্রশ্ন - এখান  থেকে রেলওয়ে স্টেশন কত দূরে  ?
দ্বিতীয় প্রশ্ন - এখান থেকে হাসপাতাল কত দূরে ?
তৃতীয় প্রশ্ন -এখন থেকে স্কুল ও কলেজ কত দূরে ?
চতুর্থ প্রশ্ন - ডাক্তারখানা কত দূরে ?পঞ্চম প্রশ্ন - মেইন রোড কত দূরে ?
ষষ্ঠ প্রশ্ন - বাজার কত দূরে 
সপ্তম প্রশ্ন - স্থানীয় পরিবেশ কি রকম ?
অষ্টম প্রশ্ন - খেলার মাঠ কতদূরে ?
নবম প্রশ্ন - সব রকমের প্রাইভেট টিউটর পাওয়া যায় কিনা ?

যত রকম দৃষ্টিকোণ থেকে দেখে  প্লটটা নিলে কত খানি লাভজনক সেই  দিকটা হলুদ টুপির এক্তিয়ার। 

কালো টুপি পরা চিন্তকদের বাধ্য-বাধকতা -(সময় ৩ মিনিট)  কালটুপি পরা ঠিক হলুদ টুপি পরিহিত চিন্তকদের ঠিক বিপরীত দৃষ্টিকোণ থেকে সমস্যাকে বিশ্লেষণ করবেন অর্থাৎ নেতিবাচক(নেগেটিভ) দিক গুলি নিয়ে।  যেমন, বাড়ি তৈরি শুরু করার  সময় থেকে বর্ষা কাল কত দিন। যদি বর্ষা এসে যায় তাহলে কাজ বন্ধ রাখতে হবে। সেই সময় যদি সিমেন্ট এবং রডের দাম বেড়ে যায়, তাহলে কি এখনই কিনে রাখা উচিত।  যদি কিনতে হয় তাহলে তার বাজেট আছে কিনা।  কন্সট্রাকশনের মেটেরিয়াল যদি বাইরে রাখা হয়, তাহলে চুরি হবার সম্ভাবনা থাকতে পারে, তাহলে কি এখনই বাউন্ডারি ওয়ালটা দিয়ে দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। 

সবুজ   টুপি পরা চিন্তকদের বাধ্য-বাধকতা - (সময় ৩ মিনিট) সবুজ টুপি পরিহিত চিন্তকগন গোটা বাপ্যারটা চিন্তা করবেন সৃষ্টি ধর্মী দৃষ্টিকোণ থেকে সেটা হতে পারে কোন কোন ক্ষেত্রে আপাত দৃষ্টিতে নির্বোধের মতো মনে  হতে পারে, তাতে কোন অসুবিধা নেই। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, একটা ডিপার্টমেন্টাল স্টোরের ম্যানেজমেন্ট আলোচনায় বসেছেন কি ভাবে তাদের বিক্রি বাড়ানো যায়।  যখন সবুজ টুপির কাছে এই উদ্ভাবনী কৌশলের প্রশ্ন এলো তারা বলল, এতদিন ডিপার্টমেন্টাল স্টোর ক্রেতার কাছ থেকে অর্থ গ্রহণ করেছে , এবার তাদের অর্থ  কিছু দেওয়া হবে, সেটাই প্রচার করা হোক । সেই প্রস্তাবে অন্যান্যরা চেয়ার থেকে লাফিয়ে উঠল। ক্রিয়েটিভ থিঙ্কার ব্যাখ্যা করে বোঝালেন যে, বিশেষ অংকের কেনাকাটার উপর ডিসকাউন্ট, কুপন, লটারির মাধ্যমে গিফট প্রদান, এ সবের মাধ্যমে সহজেই ক্রেতার দৃষ্টি আকর্ষণ করা যায়। সেদিনের  হাস্যকর প্রস্তাব আজ সেটা বিজনেস প্রোমোশনের অঙ্গ। ব্যাংক থেকে লোন নিয়ে করলে সুবিধা হতে পারে। বাড়ির প্লানটা এমন ভাবে করা হোক ভবিষ্যতে তিনতলা করে ভাড়া দিলে আলাদা সিঁড়ি ,গেট এবং মিটার এখনথেকেই আলাদা করা যেতে পারে। জলের জন্য আলাদটা সাব মিটার বসানো যেতে পারে। ছাদে দুইটি ট্যাংক বসালে আগামী দিনে সুবিধা হতে পারে। 

লাল    টুপি পরা চিন্তকদের বাধ্য-বাধকতা - (সময় ৩ মিনিট) শুরু  থেকে মানুষ আবেগ,অনুভূতি এবং  ভাবকে সঙ্গে নিয়ে জন্মায়।  সমস্যার সমাধানের ক্ষেত্রে যতই যুক্তি তর্ক থাকুকনা কেন অনুভূতিকে বাদ  দেওয়া যায় না, তাহলে মানুষ তো জড় পদার্থে পরিণত হবে। রেড হ্যাট পরিহিত চিন্তকগন সিদ্ধান্ত নেন না কিন্তু কোন বস্তু সম্পর্কীয় অনুভূতি বর্ণনা করতে পারেন। যেমন, কোন বাড়িকে দেখে বা ভিতরে প্রবেশ করলে একধরনের বিজাতীয় অনুভূতি হয় আবার কোন কোন বাড়ির বাহ্যিক চেহারা দেখে গভীর প্রশান্তির অনুভূতি হয়। 

নীল   টুপি পরা চিন্তকদের বাধ্য-বাধকতা - (সময় ৫ মিনিট) দিগন্ত বিস্মৃত আকাশের রং নীল,যেমন সেই আকাশের তলায় একই সঙ্গে সবাই বসবাস করে , ঠিক তেমনি সাদা, লাল,কালো, হলুদ এবং সবুজের ভাবনা আর সমাধানের স্রোত একযোগে এসে এক ঐকতানের সৃষ্টি করে। যেমন, ধরাযাক একটা বাড়িকে পর্য্যবেক্ষন করার জন্য ৮ জনের একটা টীম এলো। একটা বাড়ির চারটা দিক আছে। প্রত্যেক দিকে ২জনের টীম তৈরি করে টীম লিডার একদলকে সামনে , একদলকে পিছনে , একদলকে বাঁ  দিকে আর সর্বশেষ দলকে ডান দিকে পাঠিয়ে দিলেন। প্রত্যেক দলকে বললেন ৩ মিনিট পরে পর্যবেক্ষণ করে এসে  সবাই এক জায়গায় এসে  মিলিত হয়ে নিজ নিজ অভিজ্ঞতার বর্ণনা দিন। পিছনের দল এসে বললো, সুদীর্ঘ প্রাচীর ছাড়া কিছুই পেলাম না।  বাঁ দিকে যারা গিয়েছিলেন তারা বলেলন, প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে আর প্রত্যেক তলায় পাশাপাশি জানলা আছে। ডান দিকে যারা গিয়েছিলেন তারা বললেন প্রত্যেক তলায় বারান্দা ছাড়া কিছুই দেখলাম না। যারা সামনের দিকে ছিলেন তারা বললেন  সামনে মস্ত বড় দরজা আর সেখান দিয়ে মানুষ যাতায়াত করছেন। টীম লিডার তাদের সবার অভিজ্ঞতার সাথে একাত্ম  হয়ে একসাথে সবাইকে নিয়ে সারা বাড়িটা ঘুরিয়ে দেখালেন। সারা বাড়ি ঘুরে দেখবার পর সবাই একই সময় সহমত হলেন যে লক্ষ্য বস্তু ছিল বাড়ি কিন্তু তারা নিজ নিজ স্থান থেকে পর্যলোকন করার কারনে ভিন্ন ভিন্ন দৃশ্যের অবতারণা হয়েছিল । 

⧭ যখন নির্দিষ্ট দিকে যাবার ক্ষেত্রে একদল মানুষ একইভাবে চিন্তা করে তাকে সমান্তরাল ভাবনা বলে। 
⧭ ভাবনার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হচ্ছে বিভ্রান্তি। 
⧭ চিন্তা জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে ভাবে জড়িত আবার সেই চিন্তাই সমস্যার মূল কারন। 
⧭ এক সময় এক নির্দ্দিষ্ট চিন্তা মানুষের সব চিন্তা থেকে মুক্তি দিতে পারে। 

ক্রমশঃ 

ব্লগার - রবীন মজুমদার 

বি. দ্রঃ ভালো লাগলে শেয়ার করুন। 

মন্তব্যসমূহ

Tooshar Singha বলেছেন…
এত ছোট অক্ষর যে পড়াই যাচ্ছে না।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

(২৩১) মানুষ থেকে নক্ষত্রে উত্তরণ

(২৩৩) একটি ফোঁড়ার জন্মবৃত্তান্ত -

(২৩২)বোধোদয়