মেলবন্ধন -(১৪৮)

মেলবন্ধন -(১৪৮) ( "পরম্পরা"র পর....) অনিন্দ্য লিভ-ইনের বর্ণনা দিতে গিয়ে মানব সভ্যতার ভীষণ বাস্তব দিকগুলি বলে গেলো। আমি, তোমাদের এই বাস্তবতার নেপথ্যে যে দার্শনিক ও বৈজ্ঞানিক সত্য আছে, সেটাকে তুলে ধরতে চাই - এই বলে আলোচনার গতিপথটা সৃঞ্জনী নিজের দিকে নিয়ে এলো। সৃষ্টি ও যৌনতা একে অন্যের পরিপূরক। সৃষ্টি করতে গেলে দুটি জিনিসের প্রয়োজন। "ইন্টেলিজেন্স কজ " এবং "মেটেরিয়াল কজ" অর্থাৎ একজন বানাবেন আর কি দিয়ে তিনি বানাবেন। এই দুইটিই পরম ব্রহ্ম নিজের মধ্য থেকে তৈরি করেন, যখন তিনি সৃষ্টির কাজকে এগিয়ে নিয়ে যান। ভারতীয় দর্শনে সৃষ্টিকর্তা ব্রহ্মকে দুইভাবে দেখানো হয়েছে, পরমব্রহ্ম এবং নির্গুণ ব্রহ্ম। সত্ত্ব , রজঃ ও তম এই তিনটি গুণ দিয়ে নির্গুণ ব্রহ্ম সৃষ্টির কাজ শুরু করেন। এবার , সৃষ্টি হল জগতের , কিন্তু জগৎ তো 'জড়', তাই ব্রহ্ম চৈতন্য হয়ে তাতে প...