২১শে ফেব্রুয়ারীর মূল্যবোধ (১৫২)

  ২১শে ফেব্রুয়ারীর মূল্যবোধ  (১৫২)


        মানুষের কর্ম ইন্দ্রিয়ের অন্যতম সক্রিয় সদস্য 'বাক' বা কথা। জীবনের শুরুতে বিশ্ব প্রকৃতি মানুষকে উন্নতভাবে বেঁচে থাকার সবরকমের উপকরণ দিয়ে সাজিয়ে দিয়েছিল। সেই যন্ত্রটা কি ভাবে কাজে লাগবে, তার জন্য বুদ্ধি আছে, তার দায়িত্ব সেটা পালন করার। ভাষা হচ্ছে সেই মাধ্যম যার মাধ্যমে একজন অপরজনের সাথে মত বিনিময় করতে পারে। 

        নাম আর রূপের আড়ালে যেকোন নামেই ঈশ্বর থাকুকনা কেন ওই একজনের দ্বারাই  মানুষের এইসবই ইনবিল্ট প্রপার্টির সৃষ্টি অর্থাৎ পৃথিবীতে আত্মপ্রকাশের সাথে সাথে মানুষ এই গুলি পেয়ে থাকে। বাকিটা মানুষ অর্জন করে নেয়। 

        মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীর সব শাসকই চায় তার মনোনীত ভাষায় তার প্রজা কথা বলুক।  আধুনিক যুগে যদি বহু ভাষাভাষীর মানুষ থাকে, তবে কিছু ভাষাকে সংবিধান নামক পরিচালনার নিয়মকানুন সংক্রান্ত খাতায় লিখে রাখে।  কিন্তু কাজের সময় নিজেদের পরিকল্পনাকে কাজে লাগায়। 

        একটা জাতির সংস্কৃতির মেরুদন্ড হচ্ছে ভাষা। বহমান নদীর স্রোতের  মতো এক যুগ থেকে অন্যযুগেতে সংকৃতিকে  পৌঁছে দিচ্ছে  এই  ভাষা। সেই সংস্কৃতির নৌকায় ভরা আছে একটা জাতির গর্ব , তাদের প্রথম কথা বলা, প্রথম "মা" সম্বোধন , তাদের ছোট বড় অনেক স্মরণীয় বরণীয় ঘটনার সাক্ষী, বহু নর-নারীর জীবনের চড়াই -উৎরাই ভাঙ্গার কাহিনী, কত মানুষের ব্যাথা-বেদনার খতিয়ান, সফল মানুষের গল্প , অসফল মানুষের বেদনা , জাতির গৌরবময় অধ্যায়ের কাহিনী , আগামী দিনের স্বপ্ন ইত্যাদি ইত্যাদি। আজ থেকে ৫০০-১৩০০ বছর আগের বাঙালির কৃতিত্বের কাহিনী আজকের বাঙালি গর্ব ভরে পড়ছে।  সেদিনের কোন এক বিরহিণীর জীবন কাহিনী পড়ে আজকের প্রেমিকা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে।  এক সম্পর্কের মধ্যে সময়টা কোন ব্যবধান রচনা করে না, এটাই সংস্কৃতি , সেটাই ভাষা।  যা জন্ম লগ্ন থেকে প্রোথিত হয়েছিল মানুষের হৃদয়ে। 

        ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী, ফাল্গুন মাসের ৮ তারিখ , অন্যান্য  দিনের মতো ধীরে ধীরে রাতের অন্ধকারকে দূরে সরিয়ে ঢাকার আকাশে ভোরের আলো ফুটে দিনকে ঘোষণা করেছিল। বাতাসে ফাগুনের ছোয়া, প্রকৃতি এসময়ে সেজে উঠে তার নিজ সৌন্দর্যতায়।  ঠিক এই দিনটাকে বাংলা দেশের ছাত্ররা বেঁচে নিয়েছিল প্রকৃতির মতো রূপে গুনে ভরে উঠবে প্রায় ১৩০০ বছরের প্রাচীন বাংলার সংকৃতির প্রকাশক, তাদের সেই প্রাণের বাংলা ভাষা। একরাশ ভালোবাসা নিয়ে হৃদয়ের অন্তঃপুরে ভাষাকে প্রতিষ্ঠিত করে, তারা এগিয়ে চললো তাদের বিশ্ববিদ্যালয়ের অভিমুখে। 

        এমন সময় শাসকের একদল ভাড়াটে সৈন্য পরম হিংস্রতায় কেড়ে নিতে চাইলো ভাষা প্রকাশের অধিকারকে। ঘন ঘন বুটের আওয়াজ আর গুলির শব্দে মুখরিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দি , লুটিয়ে পড়লো ছাত্ররা। জীবন দিয়ে গেল কিন্তু বিচ্যুত হলনা লক্ষ্য থেকে। 

                অপরিণত  সেই শাসকরা , তারা ভেবে ছিল হৃদয়ে রাইফেলের গুলি দিয়ে  তাদের ভাষার আবেগের  বেলুনটা ফাটিয়ে দিলে সেটা আকাশে মিলিয়ে যাবে আর সাথে সাথে পূরণ হবে তাদের ইচ্ছা। 

         মূর্খ তারা , বন্দুকের গুলিতে  পড়ে  রইলো তাদের  স্থুল দেহটা।  কিন্তু তাদের  আদর্শের আত্মা তো বন্দুকের গুলির থেকে হাজার ক্ষমতা সম্পন্ন হয়ে বাংলার আকাশে বাতাসে হাজার কণার সাথে মিলিত হয়ে পরমাণুর শক্তির ক্ষমতা নিয়ে  ছড়িয়ে পড়লো। তাকে রোধ করার ক্ষমতা তো শাসকের নেই । পরবর্তী ইতিহাস তো সেই কথাই বলে। 

        আজকের এই ভাষা দিবস দেশের ভৌগলিক সীমারেখা পার করে আন্তর্জাতিক খেতাব সে বহু দিন আগেই লাভ করেছে। আবার  মানুষের অধিকার কেড়ে নেবার শাসকের প্রচেষ্টা, সেটাও ভৌগলিক সীমারেখার পরোয়া করে না। 

        সুতরাং সেই শপথটা আজকের দিনে আবার স্মরণে রাখতে হবে, মানুষকে আরো সচেতন থাকতে হবে কেননা "  নাগিনীরা চারিদিকে ফেলিতেছে দীর্ঘ নিশ্বাস"। দিকে দিকে শাসকেরা বাক্য সংযমের পাঠ পড়াচ্ছে। কিন্তু বাইরে থেকে এমনিই ব্যাথা দিচ্ছে প্রানখুলে নিজেদের ভাষায় আর্তনাদ করবে যে মানুষ, তার জো নেই। "প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে" এটাই হবে আজকের ভাষা আন্দোলনকে স্মরণ করার স্বার্থকতা। 

   বি: দ্রঃ  ভালো লাগলে শেয়ার করুন , কমেন্ট করুন , ফলো করুন আর খারাপ লাগলেও  কমেন্ট করুন'       


 ব্লগার -রবীন মজুমদার

মহাভারতের যাজ্ঞসেনী- ৬৭ তম  অধ্যায় (১৩৫)

Searching for hidden Truth (৩৯) 

২১/০২/২০২৩ পর্যন্ত  ১৫২ টি  ব্লগ পোস্ট করা  হয়েছে 

আত্মদর্শনমূলক ব্লগ - 

  • ওপারের সংগীত 
  • ঐকতান 
  • সভ্যতার নামে  প্রহসন 
  • নাড়ী ছেড়ার গান 
  • আত্মত্যাগ কখনো কখনো আত্মহত্যার সামিল হয় 
  • দলিতের সভ্যাভিমান 
  • একটি প্রান্তিক মানুষের মৃত্যু সভা 
  • ২১শে ফেব্রুয়ারীর মূল্যবোধ  (১৫২)
নিছক প্রেমের গল্প -
  • বনবিতান 
জীবনের সংগ্রামের পাশাপাশি  মানুষের সংগ্রামের কথা   -
  • চে গুয়েভারা দ্য রেভলিউশনারী আইকন অল দ্য টাইম ( ৪টি পর্বে )
পৌরাণিক - বিশ্লেষণমূলক  
  • আমি মহাভারতের পৃথা (১৭টি পর্বে )
  • ব্যাসদেবের জীবনের অপ্রকাশিত ঘটনা 
  • মহাভারতের রাজনীতি ও নারীদের নীরব বলিদান (৬ টি পর্বে )
নগর দর্পন -
  • ধর্ম ও শাসক 
  • সমাজের রাজন্যবর্গ 
  • হালচাল 
  • সহাবস্থান 
  • নারদের মর্তে ভ্রমণ ( ২৩ টি পর্বে )
  • মনীষীরা কি আজকের রাজনীতির কাঁচামাল 
  • ক্ষুদ্র আমি তুচ্ছ নই এই সুন্দর ভুবনে 
  • রজ্জুতে সর্প দর্শন 
নিছক প্রেমের গল্প -
  • বনবিতান 
দর্শন আশ্রিত ব্লগ -
  • অহংকারের রসায়ন (৮টি পর্ব - এখনো চলছে )
  • আসা আর যাওয়া 
  • সংঘর্ষ 
  • উত্তর মীমাংসা 
  • আগামী 
  • আমরা বাস করি আনন্দে 
  • সৃষ্টির মুলে দন্দ্ব 
  • অখন্ড যখন খণ্ডিত হয় 
  • কোথায় পাব তারে 
  • গোলক ধাঁধা 
  • চির যৌবনা 
  • রূপ ও স্বরূপের লুকোচুরি 
  • একটি অক্ষরের গল্প 
  • মহাভারতের যাজ্ঞসেনী (৪৫ টি পর্বে -এখনো চলবে )
  • সরণি 
  • পরম্পরা 
  • মেলবন্ধন 
  • সন্ধিক্ষণ 
  •  অনুভূতির বহুগামিতা
  • অসুখ 





 

  

মন্তব্যসমূহ

Banglar Mukh বলেছেন…
মাতৃ ভাষা দিবসে এই আকুলতা অত্যন্ত মনোগ্রাহী হয়েছে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

(২৩১) মানুষ থেকে নক্ষত্রে উত্তরণ

(২৩৩) একটি ফোঁড়ার জন্মবৃত্তান্ত -

(২৩২)বোধোদয়