কুরুক্ষেত্রে একটি বিনিদ্র রাত( ১৫৭ ) (২য় পর্ব )
কুরুক্ষেত্রে একটি বিনিদ্র রাত( ১৫৭ ) (২য় পর্ব )
( রিডিং টাইম ৪ মিঃ)
অখ্যাত সেই সৈনিক হংসরাজ ছিলো যাদব বংশজাত শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা দলের অন্যতম মহারথী কৃতাভর্মার সৈন্যদলের এক নির্ভীক সৈনিক। যাঁরা এই যুদ্ধে কৌরবদের পক্ষ নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ গ্রহণ করেছিল।
কিশোর বয়স থেকে হংসরাজ মথুরার গুরুকুলে গো-পালনের কাজ করতো। অবসর সময়ে সে খুব কাছে থেকে তাদের পঠন পাঠনের সাথে পরিচিত হয়ে নিজে নিজেই বিদ্যাভাস করতে শুরু করে। পরবর্তী সময়ে বহিঃশক্তির আক্রমনের কারণে নিজ দেশের সুরক্ষার প্রয়োজনে সৈন্য বাহিনীতে যোগদান করে।
ছোট বড় বনানীতে সমগ্র প্রান্তর সেজে আছে। মানুষ নিজেদের প্রয়োজনে প্রাকৃতিক সৃজনীকে অবহেলায় ধ্বংস করছে। দুই পাশে গাছের সারি, রাস্তাটা এঁকেবেঁকে সরস্বতী নদীর দিকে এগিয়ে গেছে। মাত্র কয়েকদিন আগে পূর্ণিমা গেছে কিন্তু অম্লান রয়ে গেছে তার যৌবনের উচ্ছলতা। নাম না জানা ফুলের গন্ধ বাতাসে ভেসে এসে এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে দিয়েছে।
রুক্মিনীবাইয়ের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে হংসরাজ গাছের ফাক ফোকর দিয়ে আসা কৃপণ চাঁদের আলোয় পথকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ পরিক্রমার পর অবশেষে একটা শিমুল গাছের সামনের এক সমতল ভূমিতে কে যেন মখমল ঘাসের আস্তরণ ছড়িয়ে রেখে যেন তাদেরকেই আমন্ত্রণ জানাচ্ছে। সেই আহবানকে তারা অস্বীকার করেনি, তাকে গ্রহণ করেছে প্রাণ ভরে। সেখানে কতক্ষন যে মন্ত্রমুগ্ধের মতো বসে ছিল, তারা নিজেরাই জানেনা। হঠাৎই রুক্মিনীবাইয়ের ডাকে হংসরাজ সম্বিৎ ফিরে পেলো।
বহুদিনের জমা আবেগগুলিকে প্রয়োজনীয় রক্ষনাবেক্ষন আর তাকে মেলে ধরার উপযুক্ত স্থানাভাবে মনের গোপন অন্দরেই তারা দানা বেঁধে ছিল। আজ প্রেমের জোয়ারে সেই দ্বার উন্মুক্ত হয়ে বাঁধভাঙা বন্যার স্রোতের মতো দিকবিদিকশুন্য হয়ে এক অজানা স্থানের হাতছানিকে অন্তরে উপলদ্ধি করল। মন বয়ে চললো সেই অজানা পথে।
রুক্মিণীবাইয়ের কোলে মাথা রেখে হংসরাজ একান্তই কল্পনাবিলাসী হয়ে উঠলো। হবেই বা কেন, সেদিনটা ছিল এক জোছনা স্নাত রাত, উড়ে যাওয়া সাদা মেঘের পাল যেন জাগতিক প্রাচুর্যকে উপভোগ করতে করতে কোন অচিন দেশে পাড়ি দিয়েছে। চাঁদের আলো গায়ে মেখে তারা যেন আরো উদ্ভাসিত।
কত না অচেনা অজানা নগরী আছে এই পৃথিবীতে, তাকে প্রাণ মন দিয়ে উপভোগ করতে করতে মেঘেরা জোছনার সাথে বাল্যখিল্য করতে করতে উড়ে যাচ্ছে। কোথায়ও সোমরস পান করে কিন্নররা , উদ্দাম নাচে গানে মেতে আছে, আবার কোথাও কেকা শব্দে ময়ূর-ময়ূরীরা নিজেদের মধ্যে কি যেন গোপনে বলাবলি করছে, মাঝে মাঝে উর্ধ মুখে চেয়ে হরিণ হরিণীরা পা তুলে নৃত্য করে তাদের উচ্ছাসকে অনাবৃত করেছে। নদীর বুকে ছলাৎ ছলাৎ ঢেউয়ের দোলার সাথে পাল্লা কষে ঝিকমিক করছে আলোর ঝলকানি। যেন সারা জগৎ সংসার আলোর দোলনায় দুলছে আর অট্টহাসিতে ফেটে পড়ছে।
মনে পড়ে সেই কোন এক দিন শোনা কৈলাসে হরপার্বতীর অক্ষয় প্রেম কাহিনী। এমনিই এক মায়াভরা রাতে মদনরুপী প্রকৃতির কামনার বাণে আহত শিব পার্বতীকে কণ্ঠলগ্না করে দীর্ঘ মিলনে আবদ্ধ হয়েছিল। আকাশের গ্রহ নক্ষত্ররা, স্বর্গের দেবদেবীরা বিমূঢ় হয়ে প্রত্যক্ষ করছিল। কথা ছিল নব সৃষ্টির সূচনা হবে পার্বতীর এই প্রেমাহুতির মধ্যে দিয়ে। সেদিনও আকাশে উঠেছিল চাঁদ, মোহময় আলোর দীপ্তিতে ভরিয়ে দিয়েছিল সমগ্র বিশ্ব আর তার কুশীলবদের। সৃষ্টিকে করেছিল বার বার আমন্ত্রণ, সেই উল্লাসে জীবিত প্রাণিকূলে মেতে উঠেছিল বাঁধনহারা আনন্দে।
নিজের অবস্থানের জন্য গর্বিত হংসরাজ। জীবনমৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে ভীষণ বলতে ইচ্ছা করছিল তার দেশের কথা, দেশের মানুষের কথা,তাদের স্মরণীয় বরণীয় ইতিহাসের কথা রুক্মিণীবাইকে শোনাতে। এই মথুরাকে ইতিহাসের পাদপ্রদীপের নিচে এনেছিলেন অনার্যদের এক প্রতিনিধি বাসুদেব শ্রীকৃষ্ণ। বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মথুরা নগরী। একদিকে মথুরা নগরীতে প্রতিষ্ঠিত রাজা কংসের স্বৈরাচারী শাসনের উৎখাত আর অন্যদিকে সার্বজনীন প্রেমের প্রাথমিক ভিত্তি প্রস্তরটি সেই সময়েই শ্রীকৃষ্ণের হাত ধরেই প্রোথিত হয়েছিল। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের সুরের আহ্বান শ্রীকৃষ্ণেরই বাঁশিতে ধ্বনিত হয়েছিল। হঠৎই ছেদ পড়লো কাছেই বন্য প্রাণীর আওয়াজে বিপদের আঁচ করতে পেরে নিজেরা আত্মরক্ষা করতে ব্যস্ত হয়ে পড়লো।
ক্রমশঃ
ব্লগার -রবীন মজুমদার
বি: দ্রঃ ভালো লাগলে শেয়ার করুন , কমেন্ট করুন , ফলো করুন আর খারাপ লাগলেও কমেন্ট করুন'
মহাভারতের যাজ্ঞসেনী- ৬৭ তম অধ্যায় (১৩৫)
Searching for hidden Truth (৩৯)
১৭/০৩/২০২৩ পর্যন্ত ১৫৭ টি ব্লগ পোস্ট করা হয়েছে
আত্মদর্শনমূলক ব্লগ -
- ওপারের সংগীত
- ঐকতান
- সভ্যতার নামে প্রহসন
- নাড়ী ছেড়ার গান
- আত্মত্যাগ কখনো কখনো আত্মহত্যার সামিল হয়
- দলিতের সভ্যাভিমান
- একটি প্রান্তিক মানুষের মৃত্যু সভা
- ২১শে ফেব্রুয়ারীর মূল্যবোধ (১৫২)
নিছক প্রেমের গল্প -
- বনবিতান
জীবনের সংগ্রামের পাশাপাশি মানুষের সংগ্রামের কথা -
- চে গুয়েভারা দ্য রেভলিউশনারী আইকন অল দ্য টাইম ( ৪টি পর্বে )
পৌরাণিক - বিশ্লেষণমূলক
- আমি মহাভারতের পৃথা (১৭টি পর্বে )
- ব্যাসদেবের জীবনের অপ্রকাশিত ঘটনা
- মহাভারতের রাজনীতি ও নারীদের নীরব বলিদান (৬ টি পর্বে )
নগর দর্পন -
- ধর্ম ও শাসক
- সমাজের রাজন্যবর্গ
- হালচাল
- সহাবস্থান
- নারদের মর্তে ভ্রমণ ( ২৩ টি পর্বে )
- মনীষীরা কি আজকের রাজনীতির কাঁচামাল
- ক্ষুদ্র আমি তুচ্ছ নই এই সুন্দর ভুবনে
- রজ্জুতে সর্প দর্শন
- কুরুক্ষেত্রে একটি বিনিদ্র রাত (১ম ও ২য় পর্ব )
নিছক প্রেমের গল্প -
- বনবিতান
দর্শন আশ্রিত ব্লগ -
- অহংকারের রসায়ন (৮টি পর্ব - এখনো চলছে )
- আসা আর যাওয়া
- সংঘর্ষ
- উত্তর মীমাংসা
- আগামী
- আমরা বাস করি আনন্দে
- সৃষ্টির মুলে দন্দ্ব
- অখন্ড যখন খণ্ডিত হয়
- কোথায় পাব তারে
- গোলক ধাঁধা
- চির যৌবনা
- রূপ ও স্বরূপের লুকোচুরি
- একটি অক্ষরের গল্প
- মহাভারতের যাজ্ঞসেনী (৪৫ টি পর্বে -এখনো চলবে )
- সরণি
- পরম্পরা
- মেলবন্ধন
- সন্ধিক্ষণ
- অনুভূতির বহুগামিতা
- অসুখ
- সংকট কারে কয়
- অন্ধজনে দেহ আলো
- প্রেমহীনতা কি সামাজিক ব্যাধি
মন্তব্যসমূহ