আমাদের ভুলু 164

 

আমাদের ভুলু (164)

হ রে ক রে ক  ম বা 

-        কি মশাই ভোট দিয়ে এলেন নাকি ?
    না দাদা, পাড়ার ছেলেদের  অপার করুণা, আমাদের একদম কষ্ট করতে দেয়নি। 
-        তা কি বললো ?
-     আপনারা তো দীর্ঘ দিন ধরে দিয়ে আসছেন, এবার এই কঠিন কাজটা আমাদের করতে দিন। 
-      ভাবলাম, ঠিকই বলেছে, এই বয়সে আর মতামতের কিইবা দাম আছে, বাড়িতে ছোট নাতিটাও আজকে কিছু বললে হাসে আর সবার কথাতো  বাদই দিলাম।  ভাবছিলাম প্রকাশ্যে তো কেউ মতামতের দাম দেয়না তাই লুকিয়ে লুকিয়ে নিজের মতটা খোলসা করব। 
    তাদের মধ্যে একটি সোমত্ত ছেলে তো বলেই বসল, কাকু, এতদিন ধরে ভোট দিয়ে নিজেরা বেশ  আনন্দে কাটালেন , আমাদের জন্য কিচ্ছু ভাবেন নি, তাই আজ  আমাদের ভাবনা আমাদেরই ভাবতে  দিন। ভাবলাম বেশ বাস্তব সম্মত কথা বলেছে। চাকরি সূত্রে বহু প্রদেশে ঘুরে এই চিত্রটা তো দেখিনি। 
        ছোটবেলা মা-বাবার মতে চলেছি , স্কুলে গিয়ে মাস্টার মশাইয়ের, চাকরিতে বসের, বিয়ের পর গিন্নির আর রিটায়ারমেন্টের পর বাড়ির সবার মতে চলতে চলতে ভুলেই গেছি যে, নিজের আবার মত বলে কোন বিষয় আছে।  তবে আজও বাড়ির কুকুর ভুলু আমাকে দেখলে লেজ নাড়ে, মুখ তুলে তাকায় একটা ভাবলেশহীন দৃষ্টিতে , খাবার পরে এটো থালাটা নিয়ে ডাক দিলে দৌড়ে আমার কাছে চলে আসে।
      এটাই বোধহয় সত্য যে সব কিছু ফুরিয়ে গেলে খাবারের জন্য সব প্রাণীই ক্ষুধার কাছে বশ্যতা স্বীকার করে, সে আমাদের ভুলুই  হোক বা ঐ ভোট না দিতে দেবার  সাহায্যকারী যুবকরাই হোক, সবাই  মিলে মিশে একাকার। 
 
                    *                    *                    *
প্রাণ হরণের উপর স্বর্গের নিষেধাজ্ঞা 
        ছিঃ ছিঃ চিত্রগুপ্ত যাকে সবাই গণতন্ত্রের উৎসব বলে সেখানে কিছু মানুষ  না হয়  একটু পটকা ফাটিয়ে ছিল আর সেই কারনে তুমি তাদের প্রাণ হরণ করলে! না হয় এই দল আর ঐ দলের লোকেরা নিজেদের মধ্যে একটু না হয় দুস্টুমি করেছে, তাই বলে এতবড় সাজা। একথা বলে বিষ্ঞু তো রেগেই কাই। ডাকো তোমার রাজাকে, এই ভোট হলেই কোন কোটা ছাড়া প্রাণ নেওয়া চলবেনা। আর নেক্সট টাইম আগে থেকে সানক্শন নিতে হবে। 
    স্টোরকিপারকে ডাক হিংসার স্টক থেকে এত ভাইরাস ইস্যু হল কি ভাবে ? আজকাল মর্ত্যের লোকগুলি এতই অসাধু হয়ে গেছে আর তার সাথে আমাদের স্টোরের লোকগুলি যোগ্য সঙ্গত করছে। পাড়ায় আন্টি ভাইরাস দেবার  ক্যাম্প ইমিডিয়েটলি বসাও। 
    চুপি চুপি জিজ্ঞাসা করলো ইন্দ্র , আচ্ছা যে সব নেতাদের পকেট থেকে ভাইরাস ছাড়ানো হয়েছে তারা ঠিক আছে তো ? চিত্রগুপ্ত বললেন, তারা সবাই এসি চালিয়ে এক কম্বলের তলায় শুয়ে শুয়ে টিভিতে লাইভ শো দেখছে। 
               *                    *                    *
স্ত্রীয়াতঙ্ক 
        কালে কালে   কি যে  হয়েছে শ্রমিকরা ধর্মঘট করতে চায়না। কারণ অনুসন্ধান করে দেখা গেল কয়েকজন শ্রমিক মিলে  নেতাকে গোপনে  হাতে পায়ে ধরে বলেছেন, কারখানায় না এলে বাড়িতে গেলে স্ত্রী খাটিয়ে মারবে। সেটা ভীষণ কষ্টদায়ক।  
     *                    *                    *
কাঁচা আর পাকা খবর 
        খবরের কত যে প্রকার ভেদ , সেটা আবার কেমন ? কেন কাঁচা খবর যেমন সংবাদপত্র যাচাই না করে যে খবর দেয় সেটা আর পাকা খবর হলো শাসক যে খবরে সিলমোহর দেয় সেগুলি।  
     *                    *                    *
অসম্পাদিত সিলেবাস 
        শাসকের সিলেবাসে দেশের বিরোধী  রাজনৈতিক দল বলে কিছু আছে সেটা লেখা নেই। তার পরিবর্তে লেখা আছে যারা শাসকের বিরোধিতা করে তারা সবাই এক পংক্তিতে অর্থাৎ  জঙ্গি সংগঠন। 
     *                    *                    *

 ক্রমশঃ 

বি: দ্রঃ  ভালো লাগলে শেয়ার করুন , কমেন্ট করুন , ফলো করুন আর খারাপ লাগলেও  কমেন্ট করুন'   

 

২৫/০৭/২০২৩ পর্যন্ত   ১৬৪ টি  ব্লগ পোস্ট করা  হয়েছে 

আত্মদর্শনমূলক ব্লগ - 

  • ওপারের সংগীত 
  • ঐকতান 
  • সভ্যতার নামে  প্রহসন 
  • নাড়ী ছেড়ার গান 
  • আত্মত্যাগ কখনো কখনো আত্মহত্যার সামিল হয় 
  • দলিতের সভ্যাভিমান 
  • একটি প্রান্তিক মানুষের মৃত্যু সভা 
  • ২১শে ফেব্রুয়ারীর মূল্যবোধ  (১৫২)
নিছক প্রেমের গল্প -
  • বনবিতান 
জীবনের সংগ্রামের পাশাপাশি  মানুষের সংগ্রামের কথা   -
  • চে গুয়েভারা দ্য রেভলিউশনারী আইকন অল দ্য টাইম ( ৪টি পর্বে )
পৌরাণিক - বিশ্লেষণমূলক  
  • আমি মহাভারতের পৃথা (১৭টি পর্বে )
  • ব্যাসদেবের জীবনের অপ্রকাশিত ঘটনা 
  • মহাভারতের রাজনীতি ও নারীদের নীরব বলিদান (৬ টি পর্বে )
  • মহাভারতের যাজ্ঞসেনী (৪৬টি পর্বে )
নগর দর্পন -
  • ধর্ম ও শাসক 
  • সমাজের রাজন্যবর্গ 
  • হালচাল 
  • সহাবস্থান 
  • নারদের মর্তে ভ্রমণ ( ১৮+৬=২৪ টি পর্বে )
  • মনীষীরা কি আজকের রাজনীতির কাঁচামাল 
  • ক্ষুদ্র আমি তুচ্ছ নই এই সুন্দর ভুবনে 
  • রজ্জুতে সর্প দর্শন 
  •  কুরুক্ষেত্রে  একটি  বিনিদ্র রাত (১-৪ পর্ব )
নিছক প্রেমের গল্প -
  • বনবিতান 
দর্শন  ও ইতিহাস আশ্রিত   ব্লগ -
  • অহংকারের রসায়ন (৮টি পর্ব - এখনো চলছে )
  • আসা আর যাওয়া 
  • সংঘর্ষ 
  • উত্তর মীমাংসা 
  • আগামী 
  • আমরা বাস করি আনন্দে 
  • সৃষ্টির মুলে দন্দ্ব 
  • অখন্ড যখন খণ্ডিত হয় 
  • কোথায় পাব তারে 
  • গোলক ধাঁধা 
  • চির যৌবনা 
  • রূপ ও স্বরূপের লুকোচুরি 
  • একটি অক্ষরের গল্প 
  • মহাভারতের যাজ্ঞসেনী (৪৫ টি পর্বে -এখনো চলবে )
  • সরণি 
  • পরম্পরা 
  • মেলবন্ধন 
  • সন্ধিক্ষণ 
  •  অনুভূতির বহুগামিতা
  • অসুখ 
  •  সংকট কারে কয় 
  • অন্ধজনে দেহ আলো   
  • প্রেমহীনতা কি  সামাজিক ব্যাধি  
  • ১৬২ হিউস্টনের  ডাইরি (১০ তম পর্ব )
  • ১৬৩ হিউস্টনের  ডাইরি (১১ তম পর্ব   রাম কি এখনও  বনবাসে আছেন ?
  • ১৬৪ হ রে ক রে ক  ম বা (১)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

(২৬৯) রবি সৃষ্টির বৈচিত্রতা (প্রথম নিবেদন )

(২৩১) মানুষ থেকে নক্ষত্রে উত্তরণ

(২৪২) নারীর একাল ও সেকাল