হারিয়ে যাওয়া দিন গুলি যদি ফিরে পেতে চান তবে যোগদান করুণ আমাদের প্রজেক্টে ০০০
১৬৬ স্মাইল রিপ্লেসমেন্ট প্রজেক্ট (১ম )
👨👨👨
বহু পুরনো প্রবাদ আছে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝেনা। কথাটা ভীষণ সত্যি। সে শুধুমাত্র খাদ্য পরিপাকের সহযোগিতা করে না, সে থার্মোমিটারের মতো মানুষের আনন্দের উত্তাপের পরিমাপ করে থাকে। তার উন্মোচনের তারতম্যে হাসিরও পরিমাপ করা যায়। সময়ে সময়ে তার অবস্থানগত পরিবর্তনে দর্শনধারীদের কাছে ভিন্ন ভিন্ন বার্তা বহন করে থাকে। কেউ কি ভেবেছিল যে এই বার্তা অর্থাৎ হাসি, সমগ্র মানবজাতির ভালো-মন্দ থাকার ইনডেক্স হয়ে দাঁড়াবে। এর মধ্যেই লুকিয়ে আছে সমগ্র জাতির অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার চেহারা।
বাড়িতে সহধর্মিণীদের সহমর্মিতা হারিয়ে গেছে, ছেলেমেয়েরা মাঝে মাঝে ভার্চুয়াল ফিল্ড থেকে কোনমতে ধার করা আনন্দ নিয়ে দিন গুজরান করছে , বাড়ির অন্যান্যরাও তথৈবচ।
স্কুলে, কলেজে, অফিসে , আশ্রমে , চ্যানেলের টি আর পিও কমে যাচ্ছে তার কারন অজ্ঞাত। কারণ অনুসন্ধান করে দেখা গেল প্রত্যেক ক্ষেত্রেই মূল কারণ হচ্ছে হাস্যরসের অভাব , অর্থাৎ বিভিন্ন চাপের জন্য জীবন থেকে আনন্দ উবে গেছে। আর সেই স্থান কখনো খালি থাকেনা, সেই জায়গার হু হু করে ভারী দুঃখের বাতাস এসে ভরে দিচ্ছে।
- মানুষের মধ্যে এই ধরনের প্রবণতা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে। সারা পৃথিবী আজ হাস্যহীনতায় ভুগছে। তাই বাড়ির কাছে পার্কে গিয়ে সমবেত বয়স্ক মানুষেরা ভগ্ন হৃদয়ে একরকম জোর করে হাসির অভ্যাস করে আসছে। সরকারী ভাবে বিশ্বস্বাস্থ্য সংস্থা তাদের সিডিউলে এই রোগটি অন্তভুর্ত করে নি বটে কিন্তু অদূর ভবিষ্যেতে এটা নিয়ে যে তারা চিন্তিত, সেটা ভার্বালী জানিয়েছে। অবশ্য সব রোগের পিছনে এইটাই যে অন্যতম কারণ, হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সদ্য প্রকাশিত জার্নাল তার উল্লেখ করেছে। তাই এর চিকিৎসার আশু প্রয়োজন।
সকল স্তরের প্রতিনিধিদের নিয়ে তৈরি হলো টাস্ক ফোর্স। তাদের মূল উদ্দেশ্য হল সবকিছুর সাথে হাস্যরস মিশাতে হবে, হাসির হাত ধরে আনন্দ আসবে , তবেই স্বাভাবিকত্ব ফিরে আসবে, নচেৎ নয়। নিদেন পক্ষে অডিও ভিসুয়াল হলেও জ্ঞান বিতরণের দরবারটা হয়তো মেকাপ করে দেবে। অর্থাৎ বাইরে থেকে আসা জ্ঞানগুলি যেন ইন্দ্রিয়গুলিকে বেশ ঝাকুনি দিয়ে যদি ভিতরে ঢোকে, তবেই মেমোরিতে জায়গা করতে পারবে। আবার এর জন্য প্রয়োজনীয় যে একাগ্রতা দরকার সেটার বিশাল অংশ জুড়ে বসে আছে সোশ্যাল মিডিয়া।
আজকে টাস্ক ফোর্সের উপর এই মহান দায়িত্ব পরে গেছে তামাম মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহনযোগ্য আহারের সাথে হাসির মশলা যেন মিশানো হয়।
ঘটনাচক্রে দেখা যাচ্ছে বাড়ি থেকে শুরু করে শশ্মান পর্যন্ত প্রত্যেকটা স্টেপে এই আকাঙ্খিত রসবোধের অভাবে প্রতিক্রিয়া দেবার ক্ষেত্রে অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছে, অনেকটা রক্তাল্পতার মতো। দেহে রক্ত কম হলে তার বহু রকমের ঔষুধের ব্যবস্থা আছে কিন্তু হাসির জন্য কোন ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে বলে জানা নেই।
তাই টাস্ক ফোর্সের সদস্যবৃন্দ, এই সমস্যা থেকে উদ্ধার পাবার জন্য সেমিনারের আয়োজন করলেন। "হাসি প্রতিস্থাপন" নামক নতুন একটা সংগঠনের জন্ম হল। তৈরি হলো তার ওয়েবসাইট, ইমেইল,ফেসবুক, টুইটার একাউন্ট এবং হোয়াটসআপ গ্রুপ ইত্যাদি ইত্যাদি। সিদ্ধান্ত হলো, টেলারমেড হাসির বীজ চাই, যেখান থেকে আনন্দ গাছ ফুটবে এবং তার জন্য দেশে বিদেশে এজেন্সি চেয়ে বিজ্ঞাপন দেওয়া হল।
অল্প কয়েকদিনের মধ্যে কোয়ারি আসতে শুরু করে দিলো। ঠিকানা দেখে "হাসি প্রতিস্থাপনের" দায়িত্বশীল ব্যাক্তিগন উপস্থিত হলেন শহরের উপকন্ঠে একটি অফিসে। বাইরে উজ্জ্বল বাতির ঝলকানিতে জলজল করছে "হাসিমুখ" নামটা। সাইনবোর্ডের নিচে বা-দিকে একটা ব্লক করে লেখা আছে - এখানে স্ত্রী, পুরুষ নির্বিশেষে, বয়সের ভিত্তিতে, সামাজিক স্টেটাস অনুযায়ী, প্রফেশনের ভিত্তিতে ক্লায়েন্টের যেমনটি প্রয়োজন তার নিরেট টেক্সটের ভাব থেকে সফট, হার্ড ও মিডিয়াম হাস্যরস মিশ্রনের সুবন্দোবস্ত আছে। তাছাড়া সারা পৃথিবীর প্রথিতযশা মানুষদের হাস্যরসের সংরক্ষণ থেকে ফিনিশড প্রোডাক্ট বিভিন্ন আউটপুট মিডিয়াতে ডেলিভারি দেওয়ার সুবন্দোবস্ত আছে।
তড়িঘড়ি করে দরজার পাল্লা ঠেলে টাস্ক ফোর্সের কোর কমিটি থেকে ভারপ্রাপ্ত তিনজন সেই অফিসে ঢুকলেন। একজন সুবেশা অল্প বয়সী মহিলা ফরমাল পোশাক পরে বেশ বিদেশী কায়দায় কনফারেন্স রুমে নিয়ে গিয়ে তাদের অপেক্ষা করতে বলে, কিছুক্ষনের মধ্যে একটা ঝকঝকে ক্যাটালগ নিয়ে সামনে এসে রাখলেন।
চলবে ...
বি: দ্রঃ ভালো লাগলে শেয়ার করুন , কমেন্ট করুন , ফলো করুন আর খারাপ লাগলেও কমেন্ট করুন'
৩০/০৭/২০২৩ পর্যন্ত ১৬৬টি ব্লগ পোস্ট করা হয়েছে
আত্মদর্শনমূলক ব্লগ -
- ওপারের সংগীত
- ঐকতান
- সভ্যতার নামে প্রহসন
- নাড়ী ছেড়ার গান
- আত্মত্যাগ কখনো কখনো আত্মহত্যার সামিল হয়
- দলিতের সভ্যাভিমান
- একটি প্রান্তিক মানুষের মৃত্যু সভা
- ২১শে ফেব্রুয়ারীর মূল্যবোধ (১৫২)
নিছক প্রেমের গল্প -
জীবনের সংগ্রামের পাশাপাশি মানুষের সংগ্রামের কথা -
- চে গুয়েভারা দ্য রেভলিউশনারী আইকন অল দ্য টাইম ( ৪টি পর্বে )
পৌরাণিক - বিশ্লেষণমূলক
- আমি মহাভারতের পৃথা (১৭টি পর্বে )
- ব্যাসদেবের জীবনের অপ্রকাশিত ঘটনা
- মহাভারতের রাজনীতি ও নারীদের নীরব বলিদান (৬ টি পর্বে )
- মহাভারতের যাজ্ঞসেনী (৪৬টি পর্বে )
নগর দর্পন -
- ধর্ম ও শাসক
- সমাজের রাজন্যবর্গ
- হালচাল
- সহাবস্থান
- নারদের মর্তে ভ্রমণ ( ১৮+৬=২৪ টি পর্বে )
- মনীষীরা কি আজকের রাজনীতির কাঁচামাল
- ক্ষুদ্র আমি তুচ্ছ নই এই সুন্দর ভুবনে
- রজ্জুতে সর্প দর্শন
- কুরুক্ষেত্রে একটি বিনিদ্র রাত (১-৪ পর্ব )
নিছক প্রেমের গল্প -
দর্শন ও ইতিহাস আশ্রিত ব্লগ -
- অহংকারের রসায়ন (৮টি পর্ব - এখনো চলছে )
- আসা আর যাওয়া
- সংঘর্ষ
- উত্তর মীমাংসা
- আগামী
- আমরা বাস করি আনন্দে
- সৃষ্টির মুলে দন্দ্ব
- অখন্ড যখন খণ্ডিত হয়
- কোথায় পাব তারে
- গোলক ধাঁধা
- চির যৌবনা
- রূপ ও স্বরূপের লুকোচুরি
- একটি অক্ষরের গল্প
- মহাভারতের যাজ্ঞসেনী (৪৫ টি পর্বে -এখনো চলবে )
- সরণি
- পরম্পরা
- মেলবন্ধন
- সন্ধিক্ষণ
- অনুভূতির বহুগামিতা
- অসুখ
- সংকট কারে কয়
- অন্ধজনে দেহ আলো
- প্রেমহীনতা কি সামাজিক ব্যাধি
- ১৬২ হিউস্টনের ডাইরি (১০ তম পর্ব )
- ১৬৩ রাম কি এখনও বনবাসে আছেন ?
- ১৬৪ হ রে ক রে ক ম বা (১)
- ১৬৫ এক্সটেন্ডেড মহাভারত
- ১৬৬ স্মাইল রিপ্লেসমেন্ট প্রজেক্ট (১ম )
মন্তব্যসমূহ