১৬৯ বিয়ে কি নারীর নিরাপত্তার না শোষনের পাকাপাকি হাতিয়ার ?
১৬৯ বিয়ে কি নারীর নিরাপত্তার না শোষনের পাকাপাকি হাতিয়ার ?
আজকের আড্ডায় রাজেশকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে শুরু করলো, কেননা গত কালই রাজেশের পাকা দেখা হয়ে গেল, সামনের অশ্বিন মাসে ওর বিয়ে। দীর্ঘ চার বছরের প্রেমপর্বের ইতি পায়ে এখন শিকল পড়তে হবে।
আশীষ বলে উঠলো, বিয়ে মানে কি প্রেমের দেয়ালে শেষ পেরেকটা পরে গেল ? বৈধতার প্রাক সম্পর্কে যে একটা রোমাঞ্চ আছে, তার উপর সিল মোহর পরে গেলে, মনে হয় অলক্ষ্যে কে যেন সবসময়ে নজর রাখছে।
সতীশ বলল ওই দেয়ালের ওপারে কি আছে জানিস ? আবার নিজেই বলে উঠলো, আস্ত একটা ঘানি। আগে যেমন সম্পর্কের মধ্যে ১০০ ভাগ ছিল শুধুই প্রেম, এখন সেই ১০০ ভাগের জায়গায় দায়িত্ব, কর্তব্য, সবার সাথে মানিয়ে নিতে পারার কুশলতা , সংসারের ভার বহনের আসুরিক ক্ষমতা, এর প্রত্যেকটার উপর আলাদা আলাদা নম্বর আছে আর এই সব পরীক্ষা দেবার চাপে প্রেম একদম কোনঠাসা অর্থাৎ তুমি বাস্তবে কতখানি স্বার্থক প্রেমিক বা প্রেমিকা তা নির্ভর করছে কম্পালসারি সাবজেক্টে কতখানি সফলতা পেয়েছো তার উপরে।
এ যেন আতস কাঁচের তলায় পারফরম্যান্সকে বিশ্লেষণ। তাই জন্যই বিয়েটা হচ্ছে দৃষ্টি উন্মোচনের পালা। অর্থাৎ যে প্রেমকে নিয়ে তুমি আগে কুয়োতে বাস করছিলে, এবার তুমি সাগরে গিয়ে পড়বে।
আড্ডার সর্বকালের মধ্যমনি হরিদা একটু অস্বস্তিতে পরে যাচ্ছিলেন। এরা সবই বিয়ের মতো একটা মোস্ট সেনসেটিভ টপিকের উপর যদি সবই বলে দেয় তাহলে তার দিকে সবার আকর্ষণ থাকবে কি করে ?
এবার ছো মেরে টপিকটা কেড়ে নিলো হরিদা। বিয়েটা যেমন তেমন ব্যাপার নয়, এর এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। নর-নারীর অবাধ সম্পর্ককে সামাজিক বৈধতা দেবার নামই বিয়ে।
যদি তোরা জানতে চাস , তবে আমার সাথে তোরাও পিছিয়ে যা কয়েক হাজার বছর পিছনে। সময়কালটা মহাভারতের আদিপর্ব। এমনিই একদিন সকালে ঘরের উঠানে ঋষি উদ্দালক ও তার পুত্র শ্বেতকেতু এবং শ্বেতকেতুর মা বসে ছিলেন। এমন সময় এক আগুন্তুক এসে শ্বেতকেতুর মা'র হাত ধরে আকর্ষণ করে তাকে নিয়ে চলে যায়।
আত্মদর্শনমূলক ব্লগ -
- ওপারের সংগীত
- ঐকতান
- সভ্যতার নামে প্রহসন
- নাড়ী ছেড়ার গান
- আত্মত্যাগ কখনো কখনো আত্মহত্যার সামিল হয়
- দলিতের সভ্যাভিমান
- একটি প্রান্তিক মানুষের মৃত্যু সভা
- ২১শে ফেব্রুয়ারীর মূল্যবোধ (১৫২)
- বনবিতান
- চে গুয়েভারা দ্য রেভলিউশনারী আইকন অল দ্য টাইম ( ৪টি পর্বে )
- আমি মহাভারতের পৃথা (১৭টি পর্বে )
- ব্যাসদেবের জীবনের অপ্রকাশিত ঘটনা
- মহাভারতের রাজনীতি ও নারীদের নীরব বলিদান (৬ টি পর্বে )
- মহাভারতের যাজ্ঞসেনী (৪৬টি পর্বে )
- ধর্ম ও শাসক
- সমাজের রাজন্যবর্গ
- হালচাল
- সহাবস্থান
- নারদের মর্তে ভ্রমণ ( ১৮+৬=২৪ টি পর্বে )
- মনীষীরা কি আজকের রাজনীতির কাঁচামাল
- ক্ষুদ্র আমি তুচ্ছ নই এই সুন্দর ভুবনে
- রজ্জুতে সর্প দর্শন
- কুরুক্ষেত্রে একটি বিনিদ্র রাত (১-৪ পর্ব )
- বনবিতান
- অহংকারের রসায়ন (৮টি পর্ব - এখনো চলছে )
- আসা আর যাওয়া
- সংঘর্ষ
- উত্তর মীমাংসা
- আগামী
- আমরা বাস করি আনন্দে
- সৃষ্টির মুলে দন্দ্ব
- অখন্ড যখন খণ্ডিত হয়
- কোথায় পাব তারে
- গোলক ধাঁধা
- চির যৌবনা
- রূপ ও স্বরূপের লুকোচুরি
- একটি অক্ষরের গল্প
- মহাভারতের যাজ্ঞসেনী (৪৫ টি পর্বে -এখনো চলবে )
- সরণি
- পরম্পরা
- মেলবন্ধন
- সন্ধিক্ষণ
- অনুভূতির বহুগামিতা
- অসুখ
- সংকট কারে কয়
- অন্ধজনে দেহ আলো
- প্রেমহীনতা কি সামাজিক ব্যাধি
- ১৬২ হিউস্টনের ডাইরি (১০ তম পর্ব )
- ১৬৩ রাম কি এখনও বনবাসে আছেন ?
- ১৬৪ হ রে ক রে ক ম বা (১)
- ১৬৫ এক্সটেন্ডেড মহাভারত
- ১৬৬ স্মাইল রিপ্লেসমেন্ট প্রজেক্ট (১ম )
- ১৬৭ হাসির পুনঃস্থাপন (২)
- ১৬৮ আমাকে দেখুন
- ১৬৯ বিয়ে কি নারীর নিরাপত্তার না শোষনের পাকাপাকি হাতিয়ার ?
মন্তব্যসমূহ