208 আমার ২৫শে বৈশাখ
(208 ) আমার ২৫শে বৈশাখ
হে বিশ্বকবি বার বার অবনত মস্তকে তোমাকে স্মরণ করি
আজকের এই দিনটিতে।
আজকে তোমার অদৃশ্য উপস্থিতি যেন
আমাদের অপরাধী করে তোলে।
এখনো দুই বিঘা জমির উপেনরা ঠিক আগের মতোই আছে,
যেমনটি তুমি দেখেছিলে ;
জানো কবি ! গ্রামের সেই জমিদাররা আর নেই
সেখানে অনেক রং বে রঙের ভূস্বামী এসেগেছে ;
তারা আজ রাজশক্তি আর পেশীশক্তিতে বলীয়ান।
তোমার সেই যে আন্তরিক আহবান " দাও ফিরে সে অরণ্য লও এ নগর"
সেই ডাকে সারা দিয়ে আজ গোটা নগরটাই হয়ে গেছে অরণ্য।
এক গীতিকার লিখেছিলেন " বিশ্বকবির সোনার বাংলা "
আজ সোনার বাংলা হয়েছে কিন্তু সেটা মাত্র কয়েকজনের জন্য।
এই সব দেখে আজকের কবি নবারুণ তার বাল্যকালের দেখা দেশটাকে
যৌবনে এসে অনুভব করল - " এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়"।
আজ আর হতাশা নয়, প্রতিজ্ঞা প্রস্তুত হোক উপেনদের ঘরে ঘরে
এই শুভ দিনে তোমার কাছে এটাই আমাদের অঙ্গীকার।
- রবীন মজুমদার
০৮/০৫/২৪
মন্তব্যসমূহ