৩২১ পরিবর্তনের পরিবর্তন-- চতুর্থ খন্ড
৩২১ পরিবর্তনের পরিবর্তন-- চতুর্থ খন্ড (একটি সময়োপযোগী বিশ্লেষণধর্মী গল্প ) সোভিয়েত ইউনিয়নের পতন আর বামপন্থী অরিন্দমের আত্মবিশ্লেষেণ - তৃতীয় খন্ডের পর ,,,,,,,,,, কিছুক্ষন ধরে লোডশেডিং চলছে। ঘরে তখন হালকা আলো বিচরণ করছে, অনেকটা অংশই অন্ধকার জুড়ে বসেছে। সুচেতা হারিকেনের আলোটা জ্বালিয়ে দিলো। আর সেই অন্ধকারে প্রবালদার চাহনিটা দেখে মনে হলো কিছু একটা খুঁজছে। বিপ্লবের সাথে আধ্যাতিকতার বিলক্ষণ যে একটা যোগসূত্র আছে, সেটা এই প্রথম শুনে সবাই বেশ হতচকিত হয়ে গেলো। অবশ্য প্রবাল দা একসময় হাওয়াই বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত দার্শনিক অধ্যাপক অরিন্দম চক্রবর্তীর সান্নিধ্যে এসেছিলেন এবং শিক্ষকের বেশ শ্নেহধন্য ছাত্র ছিলেন। নিঃশব্দতা ভাঙার জন্য সুচেতা বলল - "আপনি ভারতীয় দর্শনের অদ্বৈত বেদান্তের কথা বলছিলেন কিন্তু রাজনীতি বা সমাজতন্ত্রের সাথে কখন সে সম্পর্ক যুক্ত হয়ে উঠল আর পরিবর্তনের সাথে সে কিভাবে জড়িয়ে পড়লো, সেটা যদি একটু ভেঙ্গে বলো।" প্রবাল প্রশ্নটা শুনে মৃদু একটু হেসে বলল - "তোমরা যাই বল ভাই, এইটা আমি জী...