(২৩০ ) এক টুকরো আলোর সন্ধানে -
স্বপ্ন - তুলিতে রবীন |
বাংলা দেশ, এই নামটার সাথে জড়িয়ে আছে পাহাড়, নদী, সাগর আর সমতলে ঘেরা প্রকৃতির এক অনন্য পুরী। কতনা, ইতিহাস বিজড়িত অবিভাজিত বাংলা, যাঁর সন্তানরা সমৃদ্ধ করেছে কখনো সংস্কৃতিকে আবার কখনো বা দেশপ্রেমের আদর্শকে। অথচ, আজ সেখানে মৃত্যু হানা দেয় বার বার, কখনো প্রকৃতির করাল আক্রোশে আবার কখন শাসকের গভীর রোষে। হারিয়ে যাওয়া অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ৭২ বছর পরে আবার ছাত্ররা বাংলা দেশের রাজপথে, কতকটা নিয়ন্ত্রিত আবার খানিকটা আগোছাল। কেননা, আন্দোলনকারীদের বিক্ষোভের মধ্যে উন্মত্ততা পরিলক্ষিত হয়েছে, যেমন, তা মবের চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ আবার সাংগঠনিক দুর্বলতার বহিঃপ্রকাশও লক্ষণীয়।
************************
এই আন্দোলনের ফল অবশ্যিই অন্য কোন সংগঠন হাইজ্যাক করে নেবে, যেমন মুক্তি যুদ্ধের শ্রেণী চরিত্র না থাকার দুর্বলতায় আবার আজকের আন্দোলনে বাংলার মানুষদের বাধ্য করলো অংশগ্রহণ করতে হলো। বাংলার আকাশে নতুন কোন আন্দোলন আগামী দিনে দানা বাঁধবেই। এখানেই প্রমান করছে প্রাথমিক ভাবে সার্বিক সাংকৃতিক পরিবর্তন না হলে রাজনৈতিক পরিবর্তনের কোন সুফল সাধারণমানুষ ভোগ করতে পারবে না।
************************
বিসর্জনের মধ্যেই আগামীর সম্ভাবনা নিহিত থাকে। নিগৃহীত প্রকৃতি যেমন নিজের পরিচয় ক্ষুন্ন হলে কখনো ঝড়, বন্যা ও ভূমিকম্প আকারে নিজের ক্ষোভকে বিকশিত করে ধংস লীলায় মেতে উঠে, ঠিক তেমনি এই বাংলার মানুষও সেই নিজ পরিচিতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে বহু পার্থিব ক্ষতির বিনিময়ে বাংলা ভাষাকে শক্ত জমির উপর দাঁড় করিয়েছিলো। সেটা ছিল সাংস্কৃতিক পরিবর্তনের একটি অংশ মাত্র। ভাব বিনিময়ের মাধ্যম প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সঠিক ভাবের কোনো নির্দ্দেশ না থাকার কারণে, বারবার তাকে খুঁজতে হচ্ছে। তাই তাদের ১৯৭১ সালে আরেকটি আন্দোলন করে পাকিস্তান থেকে তাদের পরিচয়কে আলাদা করার প্রয়োজন হয়ে পড়েছিল।
ক্রমশঃ
ব্লগার -রবীন মজুমদার
তারিখ - ০৮/০৭/২৪
https://rabinujaan.blogspot.com ক্লিক করে যে কোন সার্চ ইঞ্জিন থেকে অন্যান্য ব্লগগুলি পড়া যাবে।
1 টি মন্তব্য:
খুব ভালো লাগলো আপনার লেখা পড়ে। 1971সালের যুদ্ধ ছিল ধর্মযুদ্ধ। আজ কিসের যুদ্ধ দেখতে হচ্ছে কে জানে
একটি মন্তব্য পোস্ট করুন