(২৪৯) দুই বিঘা জমির নতুন ঊপেন -
(২৪৯) দুই বিঘা জমির নতুন ঊপেন -
ঝিকে মেরে বৌকে শিক্ষাদান একটা পুরানো প্রবাদ, কিন্তু ভীষণ চালু এবং অর্থবহ। অধুনা বেশ কিছু ভারতীয়কে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে বড় জমিদারবাবু তার চৌহদ্দিতে কাজ করে পেট চালানোর অপরাধে ছোট জমিদারের কাছে পাঠিয়ে দিলেন। আসলে ছোট জমিদারবাবু যদি খাওয়াপরা দিতে সক্ষম হতেন তাহলে তো সাত সমুদ্র তেরো নদীর পারে গিয়ে বড়ো জমিদারের পদসেবা করতে হতনা। আরো বড়ো আঘাত অপেক্ষা করছিলো ছোট জমিদারের জন্য, যখন তার আদরের দুধেল গাইকে অন্যের জমিতে অনধিকার প্রবেশের অপরাধে পেঁয়াদা কাচারী নিয়ে তাকে যখন উপস্থিত করলেন।
আসলে বড়ো জমিদার ছোট জমিদারকে একটু ঘুরপথে শিক্ষা দিতে চেয়েছেন। ছোট জমিদারের খাস তালুকে তাদের পৌঁছাতে না পৌঁছাতেই বড় জমিদার ছোটবাবুকে তার দরবারে ডেকে নিয়ে এলেন। সময় নষ্ট না করে সোজাসুজি বললেন , বাপু আমার জমিদারিটার উপর নজর দিতে হবে আজ থেকে। আমার পূর্ব পুরুষেরা কি করেছিল জানিনা, তবে তোমার ওখানে আমার জমির উৎপাদিত উদ্বৃত্ত ফসল বেচার জায়গা করে দিয়ে হবে আর সেখানে ফসলের উপর খাজনা কি হবে সেটা আমি ঠিক করবো।
এতদিন আমাকে ভাঙিয়ে খুব খেয়েছো, সব খবর আমার কাছে থাকে। আজ থেকে আমি তোমায় ভাঙ্গাবো, এই বলে বড় জমিদার একটু থামলেন। পরিষদদের ডেকে বললেন, তোমাদের কি ধরনের ফসল বেচতে চাও সেটা তোমরা এনাকে বলে দাও। আর ছোট জমিদার তুমি নিশ্চয়ই তোমাদের রবীঠাকুরের দুই বিঘা জমি পড়িয়াচ , যদি না পড়িয়া থাকো তবে আমাদের লাইব্রেরি থেকে সংগ্রহ করিয়া পড়িয়া নিও। তোমার অবস্থা সেই ঊপেন অপেক্ষা অধিক কিছু হইবেক না, যদি আমার কথা না শুনো। অগত্যা আমাদের জমিদার তার ঘোষিত স্বপ্নের অকাল মৃত্যুর পরোয়ানা নিয়ে ভগ্ন হৃদয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন।
ব্লগার -রবীন মজুমদার
তারিখ - ১৭/০২/২৫
https://rabinujaan.blogspot.com ক্লিক করে যে কোন সার্চ ইঞ্জিন থেকে অন্যান্য ব্লগগুলি পড়া যাবে।
মন্তব্যসমূহ