5. মনীষীরা কি আজকে রাজনীতির ...... ?
মনীষীরা কি আজকে রাজনীতির কাঁচামাল ? ভোম্বলদা, এই অঞ্চলের সিন্ডিকেটের একমাত্র লীডার। পাড়ার মা-বোনদের ডেলিভারি থেকে শুরু করে শ্রাদ্ধ-শান্তি আর ভোটের ক্যাম্পেইন থেকে শুরু করে ভোট শেষ না হওয়া পর্য্যন্ত ভোম্বলদার ছুটি নেই। এ হেন নেতারা, বছরের শুরুতে নিউ ইয়ার্সের সেলিব্রেশন থেকে বছরের শেষ দিনের মধ্যে যত মহাপুরুষের আবির্ভাব থেকে তিরোধান আর সরস্বতী পূজা থেকে শুরু করে কালীপূজা এবং সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের যাবতীয় দায়িত্ব ভোম্বলদার উপরই দিয়েই থাকে। মাত্র সাড়ে চার বছরে বাবা হারানো আট জনের সংসারে সে-ই একমাত্র ছোট। সাত বছর বয়স থেকে পাড়ার পাঁচুদার চায়ের দোকানে , চায়ের বাসন মাজা আর খদ্দেরদের চা দেওয়া ছিল তার কাজ। মাসের শেষে যা পেত তাই-ই মায়ের হাতে তুলে দিত। স্কুলে যাওয়া তার আর হয়ে উঠেনি। সেই জায়গা থেকে আজ একাধিক গাড়ি-বাড়ি আর বহু ছেলের সংসার চালানোর দায়িত্ব কবে যে সে নিজের কাঁধে তুলে নিয়েছে, সেটা মনে করতে পারেনা। এলাকার প্রায় কয়েকশ ছেলে আর সাধারণ মানুষের কাছে ভোম্বলদাই আইকন।...