নারদের মর্ত্য ভ্রমণ - প্রথম সংখ্যা

 নারদের  মর্ত্য  ভ্রমণ  -  


প্রথম দিন 

[দেবরাজ ইন্দ্রর সভা গৃহ -সিংহাসনে উপবিষ্ট  ইন্দ্র। অগ্নি , বরুন , বায়ু , ধর্ম, লক্ষী , সরস্বতী , গনেশ  ইত্যাদি দেবতারা সভা স্থান অলংকৃত করে আছেন , গরমের ছুটিতে নর্তকীরা যে যার বাড়িতে ছুটি কাটাতে গেছে , এমন সময় মর্ত থেকে একটু আগে নারদ ফিরে এসেছেন স্বর্গলোকে। দেবরাজকে বিগত ছয় মাসের মর্তের ইন্সপেকশন রিপোর্ট  নিয়ে এসেছেন ]

নারদ : নমস্কার স্যার । 

ইন্দ্র : মিঃ নারদ বলুন ওখানকার সংবাদ কি ? খুব সংক্ষেপে বলবেন, আজকাল সবাই খুব ব্যাস্ত, এর পর আমাকে উপরে পাঠানোর জন্য প্রেজেন্টেশনটা  বানাতে হবে। বর্ষার জন্য আবার ইন্টারনেট কানেকশন  মাঝে মাঝে চলে যাচ্ছে।  যাইহোক, শুরু করুন। 

নারদ : স্যার , বর্ডার ক্রস করে বঙ্গে ঢোকার সময় একদল লোক এসে  সঙ্গে সঙ্গে আমাকে ধরে কোরানটাইনে পাঠিয়ে দিলো ১৪ দিনের জন্য।  আমি অবশ্য আমার কোনো পরিচয় দিইনি। পয়সা দিলে ওখানকার সব পরিচয়পত্র পাওয়া যায়।  আমি এক দালালকে ধরে সব ব্যবস্থা করে নিয়েছি। ওখানে কি যেন দুষ্ট প্রভাব পড়েছে , টুপটাপ সব তো নরকে যাচ্ছে। স্যার, এই ঘটনা কি মিঃ চিত্রগুপ্ত আপনাকে রিপোর্ট করেনি ?

ইন্দ্র :  তবে নিত্য যাহা ঘটে তাহা তার হিসাব নাইকো মনে। তারপর বলুন মিঃ নারদ । 

নারদ : স্যার! যবে থেকে আপনাদের জায়গাটা নেতা আর মন্ত্রী নিয়ে  নিয়েছেন তখন থেকে মর্তের অবনতি শুরু হয়ে গেছে। যজ্ঞের মন্ত্র পাঠ আর দেবতার  বন্দনার  জায়গায় বড় বড় ছবি টানিয়ে  মাইকে গান বাজিয়ে দলের মন্ত্র পাঠ আর  নেতা বন্দনা শুরু হয়ে গেছে। আপনারা যখন ডাইরেক্ট মর্ত দেখতেন তখন তো ব্রাহ্মণরা ৩২ বছর ধরে বেদ চর্চা করতো। পুরোহিতরা অগ্নিকে সাক্ষী রেখে প্রাত্যহিক  যজ্ঞ হোত মন্ত্রটি সহযোগে।   শিক্ষা ব্যবস্থা কত উন্নত ছিলো।  যবে থেকে মর্ত্যকে আউট সোর্সইং করে দিয়েছেন তখন থেকে সেই এজেন্সিকে  ফিট করে মর্তের নেতা মন্ত্রীরা  যা খুশি তাই করে যাচ্ছে আর তাদের পাঠানো ভুল মান্থলি রিপোর্ট দেখে আপনারা খুশি থাকছেন।  

ইন্দ্র : এবার বুঝতে পারছি মিঃ নারদ , তোমার মৃত্যুর  রিপোর্টের সাথে চিত্রগুপ্তের   রিপোর্টের  এত   ফারাক কেন।  ওঁরা  তো   এজেন্সিদের রিপোর্ট নিয়ে কমপাইল করে আমাকে ফাইনাল রিপোর্ট পাঠায়। আজকে আপনি এতবড় একটা জার্নি করে এলেন, রেস্ট করুন, কালকে স্টেনোগ্রাফারকে নিয়ে বসতে হবে। 

নারদ : স্যার !আমার ট্যুরের বিলটা বানিয়ে দেব?

ইন্দ্র : নিশ্চয় ; আমি একাউন্টসে বলে দিচ্ছি। 

নারদ : ওকে , শুভরাত্রি। 

Blogger- Rabin Majumder

ক্রমশঃ 

মন্তব্যসমূহ

sohan বলেছেন…
Sotti bhaloi laglo

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

(২৩১) মানুষ থেকে নক্ষত্রে উত্তরণ

(২৩৩) একটি ফোঁড়ার জন্মবৃত্তান্ত -

(২১০ ) ঝড়-বৃষ্টির একাল সেকাল