(২৬৯) রবি সৃষ্টির বৈচিত্রতা (প্রথম নিবেদন )
(২৬৯) রবি সৃষ্টির বৈচিত্রতা (প্রথম নিবেদন) যখন মানুষ তার সৃষ্টির ইতিহাসকে অস্বীকার করতে উদ্যত হয় বিভাজনকে আঁকড়ে ধরে , তখন রবীন্দ্রচর্চা ভীষণ প্রাসঙ্গিক হয়ে ওঠে । রবীন্দ্রসৃষ্টি নিয়ে একটি কোলাজ " ভুবনেশ্বর হে, মোচন কর' বন্ধন সব মোচন কর' হে " - ঈশ্বরের কাছে প্রার্থনাকে নৈবিদ্য সাজিয়ে কবির মিনতি। এই কবিতায় কবি, মোহ, কামনা বাসনা আর অহংকারের প্রাচীর দিয়ে ঘেরা জীবনের এই অন্ধকার থেকে মুক্তির আলোতে উত্তরণের জন্য মানব হৃদয়ের আকুতি চিরন্তন। * * * " আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো । " জ্ঞানের আলোকবর্তিকায় যখন অন্তর আলোকিত, তখন কবির কাছে এই জগৎটা প্রেমময়, তাই তি...
মন্তব্যসমূহ