(১৭৯) হিউস্টনের একটি রাত rabinujaan.blogspot.com

(১৭৯) হিউস্টনের একটি রাত rabinujaan.blogspot.com সৃঞ্জনীর হিউস্টনের ডাইরির নির্বাচিত অংশ পূর্বে প্রকাশিত ১৪৬- সরনী (১ম পর্ব ) ১৪৭ পরম্পরা (২য় পর্ব ) ১৪৮ মেলবন্ধন (৩য় পর্ব ) ১৪৯ সন্ধিক্ষণ (৪ র্থ ) ১৫০ অনুভূতির বহুগামিতা (৫ম পর্ব ) ১৫১ অসুখ (৬ ষ্ঠ পর্ব ) ১৫৩ সংকট কাহারে কয় (৭ম পর্ব ) ১৫৪ অন্ধজনে দেহ আলো (৮ম পর্ব) ১৫৫ প্রেমহীনতা কি সামাজিক ব্যাধি (৯ম পর্ব) কখন যে আলোচনার মোড়টা ঘুরে গিয়ে বেদের যুগে প্রবেশ করলো, বেশ কিছুক্ষন চলার পর সেটা অনিন্দ্যের খেয়াল হলো। কিন্তু সৃঞ্জনী একটানা নন স্টপ বলেই যাচ্ছে। প্রসঙ্গত, হিউস্টনের বাড়িতে মাঝেমাঝেই আন্তর্জাতিক সম্মেলন বসে, প্রায় প্রত্যেক শনিবার। অভারতীয়দের ধারণা, ভারতের প্রাচীন ইতিহাস শুধুমাত্র দড়ির উপর খেলা দেখানো, রাজা-মহারাজা , সাপুড়ে, ওঝা, জাদুবিদ্যা ...