(২৬৫) শব্দ তুমি কি অপ্রতিহত -

(২৬৫) শব্দ তুমি কি অপ্রতিহত - বহুদিনের আগের কথা, সৃষ্টি কর্তা যখন আমাদের মানুষ বানিয়ে মর্ত্যে পাঠালেন, তখন সবই দিলেন, শুধু একটা জিনিস ছাড়া। পৃথিবীতে আসার পর মানুষকে বেশ কিছুদিন প্রভিশনাল পিরিয়ডে রেখে দিয়ে অপেক্ষা করলেন, দেখতে চাইলেন , ভাষা ছাড়া মানুষ কি ভাবে বাঁচতে পারে, তার প্রতিক্রিয়া দেখতে। দূর হতে তোমারে দেখেছি - দূর থেকে সৃষ্টি কর্তা দেখলেন কথা বলার জন্য মানুষের সেই প্রাণান্তকর আকুতি। তাই দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলেন না। মুখে বসিয়ে দিলেন শব্দকে আর সেই থেকে মানুষকে তার আমৃত্যু পর্যন্ত ব্যাবহার করার সত্ত্ব দিয়ে দিলেন। প্রকৃতির দানে জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয় সচল হয়ে উঠল। এই পর্যন্ত সব ঠিক ছিল। এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য্যহারা অরণ্যের চেয়ে - সৃষ্টির এই অমোঘ প্রক্রিয়াকে অস্বীকার করে ক্ষুদ্র গোষ্ঠী এক অভিনব আবদার নিয়ে হাজির হলো। তারা বললো, বাপু আমরা ঈশ্বরের প্রতিনিধি, তোমাদের ঈশ্বর কি দিয়েছেন জানিনা, কিন্তু আজ থেকে ওই তোমাদের ইন্দ্রিয়...