মহাভারতের রাজনীতি ও নারীদের নীরব বলিদান-পঞ্চম পর্ব

মহাভারতের রাজনীতি ও নারীদের নীরব বলিদান -পঞ্চম পর্ব (মহাভারতের নৈতিকতা) পূর্ব অধ্যায়ের সূত্র - সত্যবতীর ব্যাখ্যা যৌন নৈতিকতা এবং সময়পোযোগী সিদ্ধান্তের যৌক্তিকতা প্রসঙ্গ। এই কথাটি অনস্বীকার্য যে, সত্যবতী আজেকের দিনের অনেক নারীদের তুলনায় অনেক বেশি আধুনিকা ছিলেন । পুত্র বাৎসল্যের স্বাদ থেকে বঞ্চিত পুত্রবধূদের যৌবনের বাস্তব চাহিদাটা তিনি উপলদ্ধি করে ক্ষান্ত থাকেন নি, তিনি সক্রিয়ভাবে তাকে বাস্তবায়িত করছেন সব রকমের সামাজিক প্রতিকূলতা থাকা সত্ত্বে ও । অবশ্য এর মধ্যে রাজনীতি এবং পুত্রবধূদের চাহিদা, কোনটা গুরত্বপূর্ন ছিল সেটা একমাত্র সত্যবতীই তা বলতে পারবেন। শব্দ যখন অপর একটি শব্দের জন্ম দেয় ঠিক তেমনি মহাভারতে একটি ধর্মের ব্যাখ্যা বাস্তবের পটভূমিতে এসে ঠিক বিপরীত একটি ধর্মের জন্ম দিয়েছে । এখানে চিরন্তন দ্বন্দ্বের আঁধারকে সৃষ্টির কারন হিসাবে ভীষণ যত্ন করে মহাভারতে পরিবেশিত হয়েছে । দুটি বিপরীত ধর্মের দ্বন্দ্বে একটি ধর্মের বিলুপ্তির পরে অপর একটি ধর্মের জন্ম পরিলক্ষিত...