নারদের মর্ত্যে ভ্রমণের পাক্ষিক বিশ্লেষেণ - দ্বিতীয় সংখ্যা Fortnight Analysis - Indian Education System (2nd part)

নারদের মর্ত্যে ভ্রমণের পাক্ষিক বিশ্লেষেণ - দ্বিতীয় সংখ্যা Fortnight Analysis - Indian Education System (2nd part) { স্বর্গের কনফারেন্স রুম - দেবরাজ ইন্দ্র, মিঃ নারদ, মিঃ অগ্নিদেব, ম্যাডাম সরস্বতী , কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ,শ্রী শ্রী গনেশ, লক্ষ্মী ম্যাডাম , বরুন দেব, ঋষি যাজ্ঞবল্ক , ঋষি বৈশম্পায়ন , জনক রাজা, অষ্টবক্র মুনি, ঋষি জৈমিনি, ঋষি পৈলা, ঋষি সুমন্ত, গার্গী , রাজা জনমেজয় উপস্থিত } (গত সংখ্যায় সমস্যার সমাধানকল্পে সঠিক সিদ্ধান্ত নেবার লক্ষ্য পূরণের জন্য চিন্তা ভাবনার বিশৃঙ্খলাকে শৃঙ্খলিত করার বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করার প্রস্তুতি পর্ব ) কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব - যুগ যুগ ধরে মনজগৎকে একচেটিয়া ভাবে চিন্তা ভাবনা দখল করে বসে আছে এবং তাকে নিয়ন্ত্রণ করার জন্য বুদ্ধি মশাই আছেন কিন্তু চিন্তা নামক শিশুর অবাধ্যতার শেষ নেই। প্রতিমুহূর্তে বুদ্ধি নামক অভিবাবকের অনমনস্ক...