নারদের মর্ত্যে ভ্রমণ -১৮ তম অধ্যায় (১৫৯)

নারদের মর্ত্যে ভ্রমণ -১৮ তম অধ্যায় (১৫৯) [স্বর্গের বিশাল কনফারেন্স রুম - উপস্থিত দেবরাজ ইন্দ্র , অগ্নিদেব, ম্যাডাম সরস্বতী , ম্যাডাম লক্ষ্মী , বেদব্যাস , ঋষি যাজ্ঞবল্ক , ঋষি পৈলাক, ঋষি বৈশম্পায়ন, ঋষি জৈমিনী , ঋষি সুমন্ত , বিশ্বামিত্র মুনি, বৈশিষ্ঠ মুনি , বাল্মীকি মুনি, শ্রী গৌড়পাদাচার্য্য , ঋষি গোবিন্দ ভাগবতপাদ , ঋষি শঙ্করাচার্য্য , শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও সদ্য স্বামী বিবেকানন্দ যোগদান করেছেন এবং নারদ - এজেন্ডার সিডিউল অনুযায়ী সপ্তদশ অধ্যায়ের পর মর্তের বর্তমান পরিস্থিতির উপর আজকের আলোচনা ] এই মাত্র হন্তদন্ত হয়ে জন গুডউইন( শর্টহ্যান্ড রাইটার ) মিটিং হলে মোবাইল নিয়ে ঢুকলেন, সরাসরি দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে ভগবান বিষ্ণুর একটা ম্যাসেজ খুলে দেখালেন। সেখানে স্পষ্ট ভাবে বলা আছে নিত্য দিনের কাজের রিপোর্ট গুডউইন বাবু নোট করে তারপরে মেইল করে ভগবান বিষ্ণুর কাছে পাঠাতে হবে। দেবরাজ ইন্দ্র : নারদ বাবু এবার আপনাকে একটা কঠিন দায়িত্ব নিতে হবে। দিনকে দিন মর্তের কিছু মানুষ রজঃ ও তমো গুনের প্রভাবে ভীষণ লোভী , অত্যাচারী ...