১৬৭ হাসির পুনঃস্থাপনা (২) ( জার্নি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স )
১৬৭ হাসির পুনঃস্থাপনা (২) ( জার্নি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ) স্মাইল রিপ্লেসমেন্ট প্রজেক্ট (১) পর ০০০০০ সেই তরুণীর নাম মিস কবিতা রাও , তাদের কোম্পানি সম্পর্কে একটা ছোট্ট ব্রিফইং দিতে গিয়ে প্রথমেই বলল তাদের কোম্পানিটির স্টেটাস হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ডক্টর ভেনুগোপালন দীর্ঘদিন ইউ এসেতে সিলিকন ভ্যালিতে এক সংস্থায় উচ্চপদে আসীন ছিল, তা ছাড়া আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উপর তার বহু কাজ আছে । জীবনের প্রাইম টাইমগুলি কেটে গেছে সংস্থার কাজে এবং তার পরিবর্তে অবশ্য লোভনীয় বেতন পেতেন যা তার প্রয়োজনের তুলনায় বেশ অতিরিক্ত ছিল। চাওয়া-পাওয়ার সমীকরণে তিনি ক্লান্ত হয়ে আসছিলেন। শুরু হল তার কারণ অন্বেষণ। তিনি দেখলেন, জীবনটা হয়ে উঠেছিল শুধু মাত্র জীবিকা কেন্দ্রিক। জীবনে নেমে এসেছিল একঘেয়েমি। জীবিকার জন্য জীবনের বলিদান একটা সময়ের পর মেনে নিতে ভীষণ অসুবিধা ...