
(১৭৩) কুরুক্ষেত্রে একটি বিনিদ্র রাত (৫ম পর্ব ) চতুর্থ পর্বের পর ০০০০০০০০ রাগ মালকোষ এসেছে তো সেই ক্ষণ, যেই ক্ষনে ঘুমায় পৃথিবী, চাঁদের বুড়ি তখন চুপি চুপি তার চরকাতে সুর বাঁধে , আবার, প্রিয়া মিলনের উপযুক্ত এই সময়ে কোন দুর্দম প্রেমিক ঘরের দরজার শিকল তুলে শ্বাপদ সংকুল ঘন বনের মধ্যে দিয়ে দীর্ঘ পদ যাত্রা শুরু করে। কোথায় যেন বেজে উঠে সংগীত প্রেমীর অঙ্গুলি লেহনে তানপুরার পুরুষালি সুর, সে তখন নিচু গলায় আবাহন করছে রাত্রিকে তার সাথে মিলিত হতে। দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে রাজকুমারী ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীর মুখে রূপকথার গল্প শুনতে শুনতে আবার ঘুমিয়ে পরে। এই রাতেই প্রাণী ধীরে ধীরে সারাদিনের দুরন্ত ইন্দ্রিয়গুলি শান্ত হলে স্বপ্নের সাথে কথা বলে। বহু দূর থেকে চৈতন্য এ সবই নজরে রাখে। নিশীথের এই নির্জনতা আর মেঘের সাথে চাঁদ আর তারাদের লুকোচুরির খেলা দেখতে দেখতে রুক্মিণীবাই কখন যেন সে মেঘ হয়ে গিয়েছিলো...