মহাভারতের যাজ্ঞসেনী- ২৩তম অধ্যায় || (৮৬)
মহাভারতের যাজ্ঞসেনী- ২৩তম অধ্যায় || (৮৬) " জয় " পরিমার্জন হয়ে মানবিক মূল্যবোধের অন্তর্ভুক্তিতে নতুন নাম " ভরত " নামে পরিচিতি হলো এবং জনশিক্ষার আদর্শ গ্রন্থ হিসাবে প্রতিষ্ঠা পেলো । পরবর্তী সময়ে " মহাভারত "নিজেকে ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র এবং মোক্ষশাস্ত্র হিসাবে বর্ণনা করছেন কিন্তু কখন নিজেকে মহাকাব্য আখ্যা দেয় নি। "ভরত "নামাঙ্কনের পর ভৃগুবংশীয় ব্রাহ্মণদের কিছু নৈতিক আদর্শ মূলপর্বের সাথে যুক্ত হয়ে নব কলেবরে বিস্তার লাভ করে গোটা কাব্য গ্রন্থটি "মহাভারত" নামে পরিচিত হয়। --------------২২তম অধ্যায়ের পর----- ধন্য হিন্দুদের শাস্ত্র নারী পুরুষের অধিকারকে বন্টন করতে গিয়ে পুরুষ শাসিত সমাজ যৎসামান্য অধিকার নারীদের দিয়ে বাদবাকি সবই তুলে রেখেছিল পুরুষদের জন্য। সেখানে আছে পুরুষের অসীম কতৃত্ব আর নারী জীবনকে পূর্ণ মাত্রায় আসক্তি মিটাবার নিরবিচ্ছিন্ন অধিকার। যখন প্রশ্ন উঠেছে যদি সম্পত্তি বা অর্থ এবং স্ত্রী এই দুইয়ের মধ্যে কোনটা বি...