মহাভারতের যাজ্ঞসেনী- ২৭তম অধ্যায় || (৯০) যারা আর্য নয় তারা লুন্ঠিত হতে পারে, তাদের কে হত্যা করা যেতে পারে, তাদের সম্পত্তি হরণ করা যেতে পারে --------- পূর্ব প্রকাশিতর পর ------- সংঘর্ষটা খাবারের লড়াই, সীমিত ভোগের উপকরণ আর অসীম চাহিদা, তাই চাহিদার সাথে যোগান মেটানোর লড়াই, সেখানেই শক্তির ব্যবহার, সবরকমের ভোগের উপকরণের স্থায়িত্বের লড়াই। তাই ফিরে দেখা ইতিহাসের পাতায়, সেখানেই উত্তর লেখা আছে আজকের মানুষের সাথে মানুষের সঙ্গবদ্ধ লড়াইয়ের কাহিনীর বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই সেই প্রাণী, যারা পারেনা বাঁদরের মতো দ্রুতগতিতে গাছে চড়তে, চিতার মতো খ্রিপ্ততায় এপ্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যেতে , এক কামড়ে যথেষ্ট বিষ না থাকায় সাপের মতো অন্যান্য প্রাণীর সমীহ আদায় করতেও তারা পারে না , গায়ে যথেষ্ট লোম না থাকায় ঠান্ডায় কাতর, খাদ্য সংগ্রহকদের তালিকায় একদম পিছিয়ে পড়া প্রাণী, থাকার মধ্যে শুধু একটি উৎকৃষ্ট মগজ আর তাকে মূলধন বানিয়ে একদিন সে প্রাণীকুলের রাজা, সে হোল মানুষ। কালক্রমে একটি বিদ্যার অধিকারী হয়ে, অনেকটা আজকের দিনের ...