(১৯৯) প্রেমাঙ্গনে শ্রীকৃষ্ণ [পি ৪]

( ১৯৯) প্রেমাঙ্গনে শ্রীকৃষ্ণ [পি ৪] সময় কখন যে জীবনের কীর্তিকে মানদন্ডে ওজন করে মনুষ্য থেকে ঈশ্বরে উন্নীত করে দেয়, সেটা আগেভাগে বলা যায় না । সেই বর্ণময় পুরুষটি, যিনি মনুষ্য জীবনকে স্বীয় মর্যাদায় অতিক্রম করে, নিজেকে ভগবান হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তার রূপ,রস, গন্ধ ও কর্মময় জীবনের প্রতি সাধারণ মানুষের যে কৌতূহল থাকবে, সেটাতো ভীষণ স্বাভাবিক। ব্যতিক্রমীরা চিরকালই চর্চিত। তাঁকে অবলম্বন করে কত মানুষ যে কবি হয়ে গেছেন, তার কোন ইয়ত্তা নেই। আজকের দিনে দাঁড়িয়ে সেই সত্ত্বাকে অনুভব করতে গেলে, সেই সব প্রণম্য রচয়িতাদের রচনার গভীরে যাবার চেষ্টা করে সবকিছুর মধ্যেকার মৌলিকত্বকে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা আছে। যেহেতু চরিত্রটি শ্রীকৃষ্ণ, তাই স্বভাবতই গীতা, মহাভারত, বেদ ও বেদান্ত ইত্যাদির প্রসঙ্গ থাকবেই। বিচার ও বিশ্লেষেণ করে গ্রহণ করা, ভারতীয় দর্শনের ধর্ম। অনেকে যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত ক...