(২২৮ ) শাশ্বত (সাংখ্য দুই )

(২২৮ ) শাশ্বত (সাংখ্য দুই ) আপনারে দীপ করি জ্বালো / আপনার যাত্রা পথে আপনিই দিতে হবে আলো। বর্তমান ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা যখন সংকটে, তাই আরো বেশি করে ভারতীয় দর্শনের কাছাকাছি পৌঁছানোর জন্য উজানের একটি ধারাবাহিক প্রয়াস । বহু ধারা, উপধারাকে সঙ্গে করে নদী মহাসাগরে এসে তার যাত্রা পথ সমাপ্ত করে। ঠিক তেমনি সৃষ্টি তত্ত্বের ব্যাখ্যার প্রসঙ্গে মূল তত্ত্বের গোড়াতে পৌঁছাতে গিয়ে ছোট ছোট অসংখ্য তত্ত্বের অবতারণা সাংখ্য দর্শনকে করতে হয়েছে। "সৎ কার্যবাদ" -সে রকমেরই একটি সমর্থনকারী তত্ত্ব। সাংখ্য দর্শন সৃষ্টির ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, আদি পুরুষ হলেন ব্রহ্মা এবং তার ইচ্ছা হলো সৃষ্টি করতে তাই তিনি নিজেকে খণ্ডিত করে তার নামকরণ করলেন প্রকৃতি। এই পুরুষ বা চৈতন্য ও প্রকৃতির সম্মিলিত প্রকাশিত সত্তা হলো বস্তু। উপযুক্ত প্রমান ছাড়া মানব সমাজ কোন তত্ত্বকে গ্রহণ করবে না। এটাও প্রমাণিত যে কারণ ছাড়া কোনো কার্য্য হয় না। তাহলে, বিচার বিশ্লেষণের মূল সূ...