একটা জাতীয় নায়ক আর এক মুঠো ভাত ।।

একটা জাতীয় নায়ক আর এক মুঠো ভাত ।। খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর আগে থেকে এই ভারতের মাটি উর্ব্বর হয়েছে বহু মহাপুরুষের আবির্ভাবে। ইদানিং কালে, ঠিক প্রাক স্বাধীনতার সময় এক ঝাঁক মনীষী এসে সমৃদ্ধ করেছে ভারতবর্ষকে। ভারতের ঘোষিত স্বাধীনতার ৭৪ বছর পার হয়ে গেছে। এমন একটা মানুষ খুঁজে পেলাম না যাকে আমরা বহুদিনের ফাঁকা থাকা নায়কের আসনটিতে বসাব । তাহলে কি আমরা ধরে নেব, উদ্দেশ্য ছাড়া সৃষ্টি হয়না। ভারতের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ১৪৮৬ খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম গ্রহণ করেছিলেন এমন এক সময়ে যখন মানবধর্ম সংকটে পরে গিয়েছিল। তার পর বহু বছর পার হয়ে গেছে , যখন পলাশীর প্রান্তরে সিরাজের পতনের মধ্যে দিয়ে সূচিত হোল এক নতুন ইতিহাস। ধর্ষিত হোল মানুষের অধিকার , বিপন্ন হল বর্ষ প্রাচীন সংস্কৃতি তখন সেই আঘাত থেকে ভারতভূমিকে রক্ষা করতে একে একে মহামানবদের আবির্ভাব হল। তারা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে স্বকীয় প্রতিভায় ভাস্বর । "দেশপ্রেম" বলে একটা শব্দ প্রতিনিয়ত চর্চিত হতে শুরু করল। ভারতীয়রা আগে তার নাম শুনেছিল, এখন হাতে...