৩০০ ইতিহাসের পূর্ণ আলোকে মেঘদূত দর্শন - ২০ তম পর্ব
৩০০ ইতিহাসের পূর্ণ আলোকে মেঘদূত দর্শন - ২০ তম পর্ব রামায়ণ ও কালিদাসের মেঘদূত এবং পরবর্তী সময় (১০) যে প্রেম সীমাব্ধতাকে অতিক্রম করে, সে প্রেম বিমূর্ত প্রেম, সে অনন্তের পানে ধেয়ে যায়, তাকে সীমারেখা দিয়ে বাধা যায় না। আরেকটি প্রেম হচ্ছে দেহকেন্দ্রিক( যাকে অন্যভাবে যৌনতা বলা যায়, আসলে সভ্য জগতে কেউ তো বলতে পারেনা, "আমি যৌন আকাঙ্খায় পীড়িত", বরং বলে প্রেমানন্দের পিয়াসী) যার জন্ম দেহকে ঘিরে, যে ভোগকে ইঙ্গিত করে, সে প্রেম তৃষ্ণাকে আলিঙ্গন করে, ক্ষনে ক্ষনে সেই আকাঙ্খার তৃপ্তি না হলে ভাবের জগতে অপূর্ণতা অনুভূত হয় আর সেই অনুভব থেকে জন্ম নেয় বিরহ। দেশ-বিদেশের সাহিত্যে ব্যতিক্রমী প্রেমের বহু উদাহরণ আছে। যেমন, রবীন্দ্রনাথের কবিতার একটি লাইন এখানে ভীষণ প্রাসঙ্গিক বলে মনে হয় - "পূর্ণিমায় দেহহীন চামেলীর লাবণ্য বিলাসে"- এক গভীর ভাবনা , যেখান থেকে স্পষ্ট উচ্চারিত হয় এক বিমূর্ত চিত্রের ধারণা যার সৌন্দর্য্য সময়কে অতিক্রম করে অসীমের দিকে হাতছানি দেয়। যুগযুগান্ত ধরে যে চাঁদকে আমরা রোমান্টিক...